বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায্যের হাত বাড়ালো কাতার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:43:30

ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে বিমান হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫০০ মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।

বুধবার (২৬ মে) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এক টুইটবার্তায় বলেছেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি। ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আর্থিক সহযোগিতা দেওয়ার বাইরে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করে থাকে দেশটি। আগেও বিভিন্ন সময় গাজার উন্নয়নে শত শত কোটি মার্কিন ডলার ব্যয় করেছে কাতার।

এ সম্পর্কিত আরও খবর