মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব গ্রেপ্তার

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:03:31

ওয়ান এমডিবি ফান্ডের ২ দশমিক ৬ বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেয়ার অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক নাজিব তুন রাজাককে গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার এন্টি করাপশন কমিশন (এমএসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৪ টা ১৩ মিনিটে পুত্রজায়ায় এই গ্রেপ্তার কার্যকর করা হয়।

এমএসিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী আজ রাতে আটক থাকবেন এবং আগামীকাল বৃহস্পতিবার ২৩ (১) অধ্যাদেশের অধীনে তাকে আদালতে হাজির করা হবে।

আগামীকাল আদালতে নেয়ার আগে এমএসিসি পুলিশের সঙ্গে যৌথভাবে নাজিবের বিবৃতি ধারণ করবে।

এর মধ্যেই নাজিবের মেয়ে নুরায়না নাজওয়া বলেছেন, আগামীকাল দেরিতে আদালতে উপস্থাপনের কারণে তার বাবাকে হয়তো আরো এক রাত বেশি আটক থাকতে হবে।

তিনি বলেন, তারা (এমএসিসি) বিকেল তিনটায় শুনানি নির্ধারণ করেছে। যখন আমরা জামিনের সুযোগ পাবো ততক্ষণে আদালতের নিবন্ধন এবং ব্যাংক বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তো উনাকে আরো এক রাত বেশি আটক থাকতে হবে।

এ সম্পর্কিত আরও খবর