ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক

, প্রবাসী

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 14:11:07

ভারতের বৃহৎ রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরে 'একবিংশ শতকে ভারত-বাংলাদেশ সম্পর্ক: আর্থ, সামাজিক ও জনস্বাস্থ্যগত বিবেচনা' শীর্ষক এক সেমিনারে বক্তারা দক্ষিণ এশিয়ার শান্তি, উন্নয়ন ও জনস্বাস্থ্যের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জয়পুরের ভান্ডারি হাসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার (বিএইচরিসি) ও ইনস্টিটিউট অব অ্যান্ড্রোলজি অ্যান্ড সেক্সুয়াল হেলথ (আইএএসএইচ)-এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রথম ও অগ্রণী মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল 'বার্তাটোয়েন্টিফোর.কম সেমিনারের মিডিয়া পার্টনার।

সেমিনারে মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বার্তাটোয়েন্টিফোর.কমের কন্ট্রিবিউটিং এডিটর ড. মাহফুজ পারভেজ বলেন, 'ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, একে আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রসহ সামাজিক ও জনস্বাস্থ্য সেক্টরে প্রসারিত করার সুযোগ রয়েছে।'

ড. মাহফুজ পারভেজ বলেন, 'সন্ত্রাস নির্মূলের মতো জনস্বাস্থ্য হানিকর বিষয়সমূহ রোধে উভয় দেশের ঐক্য জরুরি। সাম্প্রতিক সময়ে বহু রোগ ও ব্যাধি দক্ষিণ এশিয়া অঞ্চলে ছড়াচ্ছে, যা একযোগে মোকাবেলার প্রয়োজন অনস্বীকার্য ।'

সেমিনারের উদ্যোক্তা আইএএসএইচ'র পরিচালক ডা. চিরাগ ভান্ডারি বলেন, 'ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন বন্ধুত্ব ও সহযোগিতার উচ্চতর পর্যায়ে রয়েছে। এই দুই সুপ্রতিবেশির মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে আর্থ, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সম্ভাবনার দিগন্তকে আরও প্রসারিত করতে হবে। আমরা বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।'

ডা. চিরাগ ভান্ডারি বলেন, 'বিশেষত যৌন ও রক্তবাহিত রোগবালাই, বন্ধ্যাত্ব নিয়ে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে, যাতে স্বাস্থ্যসেবা ও গবেষণার পরিধি বাড়িয়ে উভয় দেশের জনস্বাস্থ্য নিরাপদ রাখা সম্ভব হবে।'

বিএইচআরসি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের বিভিন্ন সেশনে ভারত ও বাংলাদেশের পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞগণ অংশ গ্রহণ করেন।

 

এ সম্পর্কিত আরও খবর