কুড়িয়ে পাওয়া ২০০০ ইউরো ফেরত, প্রশংসায় বাংলাদেশি তরুণ

, প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 00:27:26

ইতালির রোমের রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় দুই লাখ টাকা (দুই হাজার ইউরো) ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ মোশান রাসেল। এমনকি টাকার মালিক তাকে পুরস্কৃত করতে চাইলে তা নিতে অস্বীকৃত জানিয়েছেন এ তরুণ। ইতালিয়ান দৈনিক 'লা রিপাবলিকা' পত্রিকায় গত রোববার (১৫ সেপ্টেম্বর) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘটনাটি গত শুক্রবারের। রোমের রাস্তায় একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখেন ২৩ বছরের বাংলাদেশি নাগরিক মোশান রাসেল। কুড়িয়ে পাওয়া মানিব্যাগ নিয়ে তিনি সরাসরি চলে যান নিকটবর্তী থানায়। এতে দুই হাজার ইউরো ছিল। সঙ্গে ছিল স্থানীয় মানিব্যাগ মালিকের একাধিক ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইতালিয়ান জাতীয় পরিচয়পত্র। পরে থানা থেকে খবর দেওয়া হলে মানিব্যাগের মালিক এটি গ্রহণ করে মোশান রাসেলকে ধন্যবাদ জানান।

আবেগ আপ্লুত ইতালিয়ান নাগরিক পুরস্কৃত করতে চাইলে রাসেল মোশান তা গ্রহণে অস্বীকৃত জানিয়ে বলেন, 'আমি এমন বিশেষ কিছু করিনি যে পুরস্কার নিতে হবে। কুড়িয়ে পাওয়া অর্থ আমার ছিল না। আমি জানতাম না মানিব্যাগে কত টাকা ছিল। আমি গুণেও দেখিনি।'

রাসেল মোশান সাত বছর ধরে ইতালিতে থাকেন। মধ্য রোমে তার একটি দোকান রয়েছে। রাসেল বলেন, 'বরং আমি খুশি হব যদি ওই অর্থের মালিক যদি একদিন আমার দোকানে আসেন এবং আমার থেকে নিয়মিত কেনাকাটা করেন।'

এ সম্পর্কিত আরও খবর