নেদারল্যান্ডে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

, প্রবাসী

তৌসিফ বিন আলম, জার্মানি থেকে | 2023-08-27 03:56:45

জার্মানির ক্রিফেল্ডে বসবাসরত মোহাম্মদ শফিউল আলম শফি নামের একজন বাংলাদেশি ছাত্র নেদারল্যান্ডে পানিতে ডুবে মারা গেছেন। শুক্রবার (২৬ জুলাই) নেদারল্যান্ডসের ওয়ালবার্গ শহরের ওয়াল নদীতে ডুবে যান শফি। গ্রীষ্মের ছুটি কাটাতে তিনি নেদারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন।

তিনি হশ্যুল রিইন-ওয়াল এ মেকান্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এ মাস্টার্স করছিলেন শফি। এর আগে তিনি বাংলাদেশের এআইইউবি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেন। তার স্থায়ী নিবাস নওগাঁ জেলায়। শাফির বাবা ড. মোঃ আশরাফুল আলম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বর্তমানে শফির লাশ নেদারল্যান্ডস পুলিশের হেফাজতে আছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় শাফির লাশ খুব দ্রুত দেশের আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জুন জার্মানিতে অধ্যয়নরত সিফাত হায়দার নামের এক ছাত্র পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

গত কয়েকদিন ধরে ইউরোপজুড়ে তীব্র গরম পড়েছে। গতকাল ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের তাপমাত্রা পূর্বের রেকর্ড ছাড়িয়ে যায়। এটা গত ৪০ বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মকাল। আর তীব্র গরম পড়লে লেকে-নদীতে গোসল করতে নামা ইউরোপিয়ানদের নিত্যনৈমত্তিক ব্যাপার।

জার্মানিতে অধ্যয়নরত একাধিক ছাত্র জানান, বাংলাদেশ থেকে আগত ছাত্রদের অধিকাংশ সাঁতার জানেন না। এদিকে ইউরোপিয়ানদের স্কুল লেভেলেই সাঁতারের ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ইউরোপের বেশিরভাগ নদী ভয়ানক রকমের খরস্রোতা। লেকে ঢেউ থাকে না, তবে গভীরতা বেড়ে যায় খুব দ্রুত।

শফিউল আলম শফির ফেসবুক লিংক: (https://www.facebook.com/shafi.cjan)

এ সম্পর্কিত আরও খবর