চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

, প্রবাসী

মোহাম্মাদ আনিসুর রহমান ও মো. আলিম উদ্দিন, চীন থেকে | 2023-08-31 19:41:21

বাঙালির প্রাণের মেলবন্ধনের অসাম্প্রদায়িক উৎসব, বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’। কোটি কোটি বাঙালির জীবনে নতুন বছরের নতুন একটি দিনে ঘরে ঘরে উৎসবের আমেজ। সে আমেজ লেগেছে সুদূর চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে।

দিবসটি উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) চীনের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত 'বাংলা দ্বীপ' নামক সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝেজিয়াং ইউনিভার্সিটির পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষকদের সংগঠন 'বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারস অ্যাসোসিয়েশন' এর আয়োজন করে। সমাবেশে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বাঙালি বিভিন্ন খাবার পরিবেশনার পাশাপাশি খেলা, গান, র‌্যাফেল ড্র ও আবৃত্তির আয়োজনে সমাবেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ দেশাত্মবোধক গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর