বাংলাদেশি-কানাডিয়ান শরীফের নির্মম হত্যাকাণ্ড

, প্রবাসী

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা | 2023-09-01 20:39:43

কানাডায় অতি সম্প্রতি এক বাংলাদেশি-কানাডিয়ান উদ্যোক্তা দুর্বৃত্তের নির্মম হামলায় মৃত্যুবরণ করেছেন l ৪৪ বছর বয়স্ক বাংলাদেশি-কানাডিয়ান শরীফ রহমান গত ১৭ অগাস্ট কানাডার লন্ডন অন্টারিও ওয়েন সাউন্ড শহরে তার নিজের রেস্টুরেন্ট 'দি করি হাউস:- এ আগত তিন দুর্বৃত্ত ক্রেতা দ্বারা নির্মমভাবে আক্রান্ত ও নিহত হন l এই তিন দুর্বৃত্ত তাঁদের খাবার পর্ব শেষ হবার পর বকেয়া বিল পরিশোধ না করে বেরিয়ে গেলে শরীফ রহমান ও তাঁর ভাতিজা তাদের সাথে বকেয়া বিল পরিশোধের জন্য স্বাভাবিকভাবেই কিছুটা বিবাদে জড়িয়ে পরে l এক পর্যায়ে তিন দুর্বৃত্ত তাকে গুরুতর ও নির্মম ভাবে আক্রমণ করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পুলিশরা তাদের খোঁজে জোরদার তৎপরতা অব্যাহত রেখেছে l

শরীফের অবস্থা গুরুতর হওয়াতে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং জরুরী ভিত্তিতে লাইফ সাপোর্টে রাখা হয় l ২৪ আগস্ট গভীর রাতে চিকিৎসকেরা শরীফকে মৃত ঘোষণা করেন। শরীফ কানাডার এই শহরে মূলধারার জনগোষ্ঠীর মাঝে একজন সদালাপী এবং হাস্যেজ্জ্বল জনদরদী ব্যক্তিত্ব এবং একজন দায়িত্বশীল স্নেহপ্রবণ একনিষ্ঠ পিতা ও স্বামী হিসেবে বিশেষ পরিচিত ছিলেন l তার শুভানুধ্যায়ী ও কানাডার মূলধারার বন্ধুদের বক্তব্য অনুসারে তিনি নিয়মিত ভাবে হোমলেস ও দরিদ্র মানুষদের জন্য খাবার প্রস্তুত ও বিতরণ সহ বিভিন্ন জনহিতকর কাজে নিবেদিত ছিলেন l সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দুর্বৃত্তদের পলায়নরত কিছুটা ছবি এবং তাঁদের গাড়িটির ছবি প্রকাশ করেছে।

জানা গেছে, শরীফ রহমানের গ্রামের বাড়ি সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায় l তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।কেমব্রিজ ইউনিভার্সিটি তে এমফিল সম্পন্ন করেন। তাঁর সহধর্মিনী শায়লা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাঁদের সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শরীফ রহমানের কানাডায় ইমিগ্রেশন নিয়ে ২০১৫ সালে 'দি কারি হাউস' নামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। তার মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটি এবং ওয়েন সাউন্ড শহরে মূলধারার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। শহরের প্রায় আটশো লোকের সমন্বয়ে এক বিশেষ শোকমিছিলের আয়োজন করে তাঁর রেঁস্তোরা প্রতিষ্ঠানের সামনে ফুলের তোড়া এবং বিভিন্ন শোকবার্তা দ্বারা পরিপূর্ণ করা হয় l

সিটি মেয়র ইয়ান বোডি তাঁর শোকবার্তায় জানান 'Sharif was an exceptional member of our community, who dedicated his time to City and County committees, as well as a successful entrepreneur and a devoted family man. His passing is a tragic loss for our community, and it is a time to come together with compassion and supportLet us all reflect on Sharif's kindness and his love of the community by treating everyone with the same generosity he embodied'

তার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত বিশেষ আয়োজনে ড্রাম বাদক ব্রিটনি নাইট জানান

Brittany Knight..

"I actually met Sharif before I met my husband, David. His food was the first food we had on our first date. He's always been one of the most beautiful people we've had an honour to meet,"তার আবাসন বিশেষজ্ঞ বন্ধু বারবোসার মতে তিনি যে কাউকেই এবং সবাইকে সাহায্য করতে সদা প্রস্তুত

শহরের কয়েকটি সরকারি ও গুরুত্ব পূর্ণ ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয় l নির্মম এই হত্যাকাণ্ডের দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে l বহুমাত্রিক সংস্কৃতির উদার দেশ কানাডায় প্রতিটি অভিবাসী যেন সার্বিক নিরাপত্তা পায় আর উন্নত জীবনের প্রত্যাশা আগত জীবনসংগ্রামী যে কোন অমূল্য প্রাণ অকালে যেন কোন নির্মমতার ফলস্বরূপ ঝরে না পরে সেই কামনা সবার l

ইতোমধ্যে তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গঠিত গো ফান্ড মি তহবিলের মাধ্যমের ১৪১,000 ডলার সংগৃহীত হয়েছে, যার লক্ষ্য সীমা নির্ধারণ করা হয়েছে প্রায় ২৫,০০০ ডলার i সর্বশক্তিমান এই শোক সন্তপ্ত পরিবারটি কে এই কঠিন অপূরণীয় শুন্যতা এবং শোক বইবার শক্তি দিবেন তাই প্রত্যাশা l

এ সম্পর্কিত আরও খবর