রোজাদারদের মাঝে বৌদ্ধ ভিক্ষুদের ইফতার বিতরণ

, ফিচার

সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:18:59

অসাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখছেন বৌদ্ধ ভিক্ষুরা। প্রতি রোজার মতো এবারও শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন এসব বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দেখুন সুমন শেখের ক্যামেরায়...

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখছেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা, প্রতি রোজায় শত শত রোজদারকে ইফতার বিতরণ করেন।

প্রায় ১৬ বছর ধরে তারা রোজায় ইফতার বিতরণ করছেন। এমনকি প্রতি ঈদেও তারা গরিবদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করে থাকেন।

কয়েক জন ভিক্ষু মিলেই এই সব ইফতারির প্যাকেট রোজাদারদের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণ করে থাকেন।

প্রতিদিন বিকালে ইফতারের আগে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে ইফতারের প্যাকেট নিচ্ছেন স্বল্প আয়ের মানুষরা।

ইফতার নিতে আসা মানুষেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে ইফতার নিয়ে যাচ্ছেন।

গরিবদের জন্য এসব ইফতারি দেয়া হয় সব মন্দিরের ব্যক্তিগত ফান্ড থেকেই।

আর এই সব কিছু ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষু শুদ্ধানন্দ মহাথেরোর কারণেই সম্ভব হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর