ছবিতে মংলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাত

, ফিচার

সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:03:06

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চল মংলা এলাকায় ঝড়ো হাওয়া পাশাপাশি ভারী বৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। ছবিতে দেখুন মংলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাব...

এদিকে মংলা সমুদ্র বন্দর ও মংলা নদীর পাড়গুলো সকাল থেকে বাতাসের গতি বেগ বাড়তে থাকে। এতে বানীশান্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রায় ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন৷

 

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বানীশান্তা বাসিন্দাদের দুর্ভোগ।

এছাড়া মংলা নদী উত্তাল রয়েছে। নদীতে ট্রলার কিংবা জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

খুলনার বানীশান্তা ইউনিয়নে বাঁধ ভেঙে ৫০০ ঘর প্লাবিত! ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করার চেষ্টা করছেন সমস্ত গ্রামবাসী। উপকূলীয় এই অঞ্চলটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণীর কারণে বাঁধটির প্রায় ৩০০ ফুট অংশ ভেঙে যায়।

তবে ঘূর্ণিঝড় ফণীর রক্তচক্ষু দেখেছে মংলা উপকূলীয় অঞ্চলের বানীশান্তা ইউনিয়নের বাসিন্দারা।

ঝড়ের কবলে প্রায় ১৫-২০টি কাঁচা ঘর ভেঙে গেছে।

একই সঙ্গে লোনা পানিতে তলিয়ে গেছে খাওয়ার পানির উৎসগুলো। সে কারণে এই এলাকায় দেখা গেছে খাওয়ার পানির তীব্র সঙ্কট।

সেই সাথে সঙ্কট দেখা দেয় খাবারে। তাই সাইক্লোন সেন্টার থেকে ত্রাণ নিয়ে ফিরছেন ভুক্তভোগীরা।

এ সম্পর্কিত আরও খবর