সকালের ফুড়ফুড়ে বাতাসে শীতের আগমন

, ফিচার

মৃত্যুঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সাতক্ষীরা | 2023-11-12 12:19:55

সকালের ফুড়ফুড়ে বাতাসে শীতের আমেজ। উপকূলবর্তী অঞ্চল সাতক্ষীরায় সন্ধ্যার পরপরই কমে যাচ্ছে তাপমাত্রা। ভোররাতে সে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ১৮-২০ ডিগ্রিতে।

ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে শীত। সেই সাথে হালকা ফুড়ফুড়ে বাতাস। তবে মনে মনে কল্পনার সাগরে ভেসে আসছে বিভিন্ন ছন্দ।

রোববার (১২ নভেম্বর) ভোরে সাতক্ষীরার বিভিন্ন জায়গায় দেখা মিলেছে ঘন কুয়াশা। সেই সাথে ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের রোপনকৃত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।

স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

তবে প্রচন্ড শীত আসতে দেরি থাকলেও শীতের ভাহারী পোশাক এখন থেকে বের হয়ে পড়েছে। শীত মানেই নতুন নতুন পোশাকের সমাহার। এই শীতে পোশাকে যেমন সাজ দেখা যায় তেমনি প্রতিটা মানুষ নতুন নতুন ভাবে সেজে ওটে।

এদিকে, শীত মৌসুমের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, মুলা, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জুলফিকার আলী রিপন বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। সেই সাথে শীতের আগমন ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর