নিউইয়র্কের দিনলিপি-৭

বিবিধ, ফিচার

আমান-উদ-দৌলা | 2023-08-31 14:46:07

১. আমেরিকার সব মিডিয়াতেই দেখানো হচ্ছে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের খবরাখবর। তিনি ৯৬ বছর বেঁচে ছিলেন। ( জন্ম- ২১ এপ্রিল ১৯২৬- মৃত্যু- ৮ সেপ্টেম্বর ২০২২)। রানী সারাজীবনে ১১৭টি দেশ ভ্রমণ করেছেন। তার মধ্যে ৫৬টি কমনওয়েলথভুক্ত দেশ। তিনি বাংলাদেশে আসেন এরশাদের আমলে ১৯৮৩ সালের নভেম্বরে। এর আগে পূর্ব পাকিস্তানে আসেন ১৯৬১ সালে।

দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর ধরে বৃটেনের রানী ছিলেন। তার ফিউনারেল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।

২. আসছে ১১ সেপ্টেম্বর রোববার নিউইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২১তম বার্ষিকী পালন হতে যাচ্ছে। ৯/১১ হিসেবে পরিচিত সেখানে নতুন করে টাওয়ার নির্মিত হয়েছে। সেদিন ৪টি যাত্রীবাহী বিমান আল কায়দার সদস্যরা হাইজ্যাক করে। নিউইউর্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুইটি বিমান হামলা চালিয়ে দুইটি টাওয়ার ধ্বংস করে দেয়। এতে সেখানে ১১ বাংলাদেশিসহ ৯৬ দেশের প্রায় ৩ হাজার লোক নিহত হয়। সেখানে নিহতদের স্বজনরা এক এক করে আনুষ্ঠানিকভাবে তাদের প্রিয়জনদের নাম উচ্চারণ করবেন।

পেন্টাগনে আর্মি হেডকোয়ার্টারেও একটি বিমান হামলা চালিয়েছিল সেদিন। প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগনের অনুষ্ঠানে থাকবেন।

৩. প্রাথমিক এক সেন্সাসে জানা গেছে, নিউইউর্ক সিটিতে ১৭ ভাগ এশিয়ান বাস করে। মোট সংখ্যা ১৫ লাখ। এর মধ্যে বাংলাদেশিরাও আছেন। এখানে চীনা, ভারতীয়, কোরিয়ান, জাপানি, ফিলিপিনো এবং ভিয়েতনামীদের সংখ্যা বাড়ছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত এক জরিপে বাংলাদেশি, নেপালি, শ্রীলংকান, তাইওয়ানি ও থাই অধিবাসীও ক্রমে বাড়ছে উল্লেখ করা হয়। সেন্সাসের পূর্ণাঙ্গ তথ্য আগামী বছর গ্রীষ্মে প্রকাশ করা হবে।

৪. গাড়ির জ্বালানি তেল বা গ্যাসের দাম নিউইয়র্কে কমতে শুরু করেছে। ৪ ডলারেব উপরে ছিল। এখন নেমে আসছে ৩ ডলারের কাছাকাছি। আরও কমবে বলে আশা করা হচ্ছে। বছরের শেষ নাগাদ ৩ ডলারের নীচে নামবে আশা করা হচ্ছে। অনেকেই জরুরি অবস্থা ছাড়া গাড়ি বের করছেন না। থ্যাংকগিভিংসের সময় কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।

৫. স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে (২ সেপ্টেম্বর) বলেন, আমরা ই-ভিসা চালু করতে যাচ্ছি। প্রবাসীরা যাতে এনআইডি কার্ড পান তার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। খুব শিগগিরেই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক হলে এই ই-ভিসা আমেরিকায় চালু করা যাবে।

৬. নিউইয়র্কে এখন ডলারের দাম ১১৬ টাকা। কিছুদিন আগেও ১০৩/৫ টাকায় ১ ইউএস ডলার মিলতো। জ্যাকসন হাইটসের সব বিনিময় কেন্দ্রগুলোতে ১১৬ টাকা রেট দেখানো হচ্ছে। অন্যান্য দেশেও তাই। গোটা বিশ্বে সব মুদ্রার মান ডলারের বিপরীতে কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। বাংলাদেশেও তাই ঘটছে।

৭. ৪০০ কিমি নিউইয়র্ক সাবওয়ে লাইনের শতাধিক স্টেশনের প্রবেশমুখে টিকেট মেশিন আগামী বছর থেকে আর থাকছে না। আধুনিক 'টাচ-টু-পে'র মাধ্যমে ভাড়া পে করার ব্যবস্থা চালু হচ্ছে। এখনকার মেশিনগুলো ১৯৯৯ সাল থেকে চালু আছে। সেগুলো উঠে যাবে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

৮. ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসের উদ্যোগে ঢাবির শতবর্ষ উদযাপন হলো ৪ সেপ্টেম্বর। নিউইয়র্ক উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। এতে ৭৯, ৮০ থেকে ২০০৯ ব্যাচের গ্রাজুয়েটরা অংশ নেয়। গান বাজনা ছাড়াও বক্তব্য রাখেন অনেক সদস্য। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা স্মরণ করেন।

৯. আমেরিকায় মাইগ্রেট করার জন্য সবচেয়ে ভাল সময় বর্তমান সময়কে ধরা হচ্ছে। কেউ ভ্রমণ ভিসায় এসে ( বি-১, বি-২) কিংবা শিল্পীদের ভিসায় আসে ( পি-১,পি-২,পি-৩)। তারা কাজের ভিসায় (এইচ১বি) রুপান্তরে আগ্রহী। তাদের জন্য সময়টা ভাল। এদেশে প্রচুর কাজের লোকের সংকট চলছে। কংগ্রেসে এ বিষয়ে উভয় দলের সমর্থনে একটি বিল উঠেছে। শিগগিরই বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

(bbc, nytimes, cnn, wsj, apnews সহ সকল ওয়েবনিউজ ও স্থানীয় পত্রপত্রিকা থেকে বাছাই করা সংক্ষিপ্ত সংবাদ প্রতি ৭ দিনে বার্তা২৪-এর পাঠকদের জন্য 'নিউইয়র্কের দিনলিপি' পরিবেশন করা হচ্ছে।)


আমান-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক। সাবেক সম্পাদক-বাংলা বিভাগ, রেডিও ফ্রি এশিয়া, ওয়াশিংটন ডিসি ( ২০১৪-১৬)। সাবেক কূটনৈতিক রিপোর্টার-দৈনিক জনকন্ঠ ( ১৯৯৪-২০০০) One of the founders and First GS of DCAB in 1998. ( Diplomatic Correspondent Association, Bangladesh)

এ সম্পর্কিত আরও খবর