এবি’র নতুন উদ্যোগ, নতুন গান

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-26 03:50:23

বাংলা গানের স্বর্ণসময় পেরিয়ে গেছে বেশ আগে।

পেরিয়ে গেছে বাংলা ব্যান্ডের সু-সময়ও।

অজস্র প্ল্যাটফর্ম আর অপশনের সুবিধায় মানুষ ছুটছে চতুর্দিকে। স্থির থাকছেনা কেউই, কোনোখানে।

বড়রা গান করা কমিয়ে দিয়েছেন অনেকটাই।

বাজারে নতুন আসা অধিকাংশ গানই তরুণদের।

বাংলা ব্যান্ড সংগীতের বিস্ময় পুরুষ আইয়ুব বাচ্চুর নতুন গানও খুব কম।

তবে এখন থেকে আবার প্রায়ই নতুন গান শোনা যেতে পারে তার।

এই জন্য এবি নিয়েছেন নতুন উদ্যোগ।

বললেন-

এখন তো ক্যাসেট-সিডির দিন শেষ। কিন্তু পাইরেসিটা ক্যানসারের মতো রয়ে গেছে। তাই বলে কি গান তৈরি করা বন্ধ করে দেবো? নিশ্চয়ই না। শ্রোতারা কেনো বঞ্চিত হবেন! ভেবে দেখলাম রেডিও বা টিভিতে নতুন গান প্রকাশ করা যেতে পারে। রেডিওতে যেহেতু তেমন যাওয়া আসা নেই, তাই টিভিতেই প্রকাশ করবো আমার নতুন গান।

টেলিভিশনের পর্দায় গান মুক্তির পর লোকে নিশ্চয়ই সেটা আবার শুনতে চাইবে। সেজন্য থাকছে ভিন্ন ব্যবস্থা।

টিভি চ্যানেলের প্রকাশ করা লিংকে (ইউটিউব বা অন্য প্ল্যাটফর্ম) গিয়ে শুনে ফেলা যাবে গানটি।

ইদে চ্যানেলগুলোতে আসবে আইয়ুব বাচ্চুর নতুন গান, ‘আমি একা হয়েছি’।

মেলোডি ধাঁচের এই গানটির কথা ও সুর তারই।

এটি দিয়েই বাস্তবায়ন শুরু হবে নতুন পরিকল্পনার।

আইয়ুব বাচ্চুর জন্মদিন ছিলো গতকাল, বৃহস্পতিবার, ১৬ আগস্ট।

চ্যানেল আইয়ে নিজের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন তিনি।

ভক্তরাও বসে থাকেননি চুপচাপ।

যে যার মতো করে উদযাপন করেছে প্রিয় শিল্পীর জন্মদিন।

নরসিংদি, কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকার মিরপুরে আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাবের সদস্যরা বিশাল বিশাল কেক কেটেছে।

আইয়ুব বাচ্চু বললেন-

এটা নিঃসন্দেহে আনন্দের অনুভূতি। ভক্তরাই তো আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা যখন ভালোবেসে এমন আয়োজন করেন, তখন অনুপ্রাণিত হই। এই ভক্তরাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।

এছাড়া ফেসবুকের মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি সবার কাছে।

আরও পড়ুনঃ

এবার ক্রিকেটে সানি 
এলআরবি-নগরবাউলহীন ব্যান্ড উৎসব
রাজবংশের মেয়ে জয়া!

 

এ সম্পর্কিত আরও খবর