জন্মদিনে ছোট্ট সহযোগিতা চাইলেন টনি

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-28 11:01:16

টনি ডায়েস, অভিনেতা ও নির্দেশক।

দীর্ঘদিন ধরেই থাকছেন আমেরিকায়।


তার জন্মদিন আজ, ১২ আগস্ট।


এই উপলক্ষে ভিন্ন একটি উদ্যোগ নিলেন তিনি।

অলাভজনক প্রতিষ্ঠান সেন্ট জ্যুড চিলেড্রেন্স রিসার্চ হসপিটালের জন্য অর্থ যোগানের চেষ্টা।

এর জন্য খুব বেশি পরিশ্রম অবশ্য করতে হয়নি তাকে।

শুধু মাত্র ব্যবহার করতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন একটি অপশন।


ফেসবুক ‘ফান্ডরাইজার্স’।


টনি লিখলেন-

জন্মদিন উপলক্ষে আমি অনুদান চাচ্ছি সেন্ট জ্যুড চিলেড্রেন্স রিসার্চ হসপিটালের জন্য। এই অলাভজনক প্রতিষ্ঠানটি আমি বেছে নিয়েছি কারণ, তাদের মিশন আমার কাছে অনেক কিছু।

ফেসবুক ‘ফান্ডরাইজার্স’ অপশনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই অনুদান সংগ্রহ করা যাবে।

অন্তত একশো ডলার অনুদান পেলে পরের সপ্তাহেই ফেসবুক সেটা পৌঁছে দেবে যার জন্য অনুদান সংগ্রহ করা হাচ্ছে, তার কাছে।


জন্মদিন উপলক্ষে টনি ডায়েস চেয়েছেন অন্তত দুইশো ডলার অনুদান আসুক তার আহবানে।


এরইমধ্যে সংগ্রহ হয়ে গেছে একশো পঁচিশ ডলার।

তিনি লিখলেন-

প্রত্যেকের ছোট্ট সহযোগিতা আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।

ফেসবুক জানাচ্ছে, আরও এক সপ্তাহ ধরে টনি’র বন্ধু এবং অন্যান্যরা ‘ডোনেট’ করতে পারবে টনির এই ইভেন্টে।

উল্লেখ্য,

১৯৯৪ সাল থেকে চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিফিল্মে অভিনয় করেছেন টনি ডায়েস। মেঘের কোলে রোদ (২০০৮) এবং পৌষ মাসের পিরীত (২০১৬) চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ

এক মঞ্চে চারজন

আগস্টে রণবীরের ‘83

এক গল্প, চার নির্মাণ

মঞ্চে আসবে চার দ্রৌপদী

এ সম্পর্কিত আরও খবর