রুনা লায়লা পাচ্ছেন স্বর্ণপদক

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 18:20:04

উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম।

২০১৬ সাল থেকে তার জন্মদিন উপলক্ষে দেওয়া হচ্ছে স্বর্ণপদক।

নাম ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরষ্কার’।

প্রতিবছরই দেশের একজন বরেণ্য সংগীতশিল্পী মনোনিত করা হচ্ছে।


প্রথমবার সাবিনা ইয়াসমিন এবং দ্বিতীয়বার রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া হয়েছে।


এ বছর এই সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।

অনুষ্ঠানের আয়োজন হবে ৩০ জুলাই বিকেল তিনটায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত থাকবেন অতিথিরা।

ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান রুনা লায়লার হাতে তুলে দেবেন সম্মাননা।


দুই ভরি সোনার একটি পদক সহ সঙ্গে দেওয়া হবে এক লাখ টাকার চেক।


রুনা লায়লা বলছেন-

নজরুলসংগীতে ফিরোজা বেগম যে অবদান রেখে গেছেন তা কখনও ভোলার নয়। কাজের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মতো এমন গুণী একজন মানুষের নামে প্রচলিত পুরস্কার আমাকে দেওয়া হচ্ছে ভেবে খুব সম্মানিত বোধ করছি। এটা আমার জন্য আশীর্বাদের মতো।


এই আয়োজনে ঢাবি’র সংগীত বিভাগের একজন শিক্ষার্থীও পাবে স্বর্ণপদক।


তবে তাকে এবারের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে হবে।

পদক হাতে নিতে অপেক্ষা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত।

কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের আজকের দিনে।

তাকে শ্রদ্ধা জানাতে ডুডল করেছে সার্চ ইঞ্জিন গুগল।

ডুডলে দেখা যাচ্ছে,

ফিরোজা বেগম পরম মমতায় গান গাইছেন মাইক্রোফোনের সামনে। পরনে শাড়ি, গলায় বড় মালা, কপালে বড় টিপ আর খোপায় ফুটে উঠেছে তার চিরচেনা প্রতিচ্ছবি।

২০১৪ সালের ০৯ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে।

এ সম্পর্কিত আরও খবর