কার পছন্দ কোন দল?

, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-30 22:59:57

চলছে বিশ্বকাপ ফুটবল ২০১৮। উত্তেজনা পুরো বিশ্বজুড়ে। শোবিজ তারকাদেরও নিজ নিজ পছন্দের দল আছে। কার পছন্দ কোন দল? তিন পর্বের ধারাবহিকের প্রথম পর্ব আজ।

 

জায়েদ খান আর্জেন্টিনা পছন্দ করেন খেলার কৌশলের কারণে। বিশ্বকাপে এবারও তারা হট ফেভারিট দল। বিশ্বকাপ এবার আর্জেন্টিনা জিতবে, বিশ্বাস তার।

আফসানা মিমি’র পছন্দ ব্রাজিল। নেইমার তার প্রিয় খেলোয়ার। সব কাজ বন্ধ রেখে হলেও খেলা দেখতে চান তিনি। নেইমারের জাদু তো মিস করা যাবে না!

বিপাশা কবির ব্রাজিলের ভক্ত। পাঁচবার শিরোপা নিয়েছে তারা, এবারও নেবে বলে বিশ্বাস করেন তিনি।

আসিফ-এর প্রিয় খেলোয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রিয় দল অবশ্য ব্রাজিল। যেখানেই থাকেন তিনি, খেলার সময়ে বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন রাখেন।

পপি’র পছন্দ ব্রাজিল। এরা চ্যাম্পিয়ন হলে খুব খুশি হবেন তিনি। বিশ্বকাপে যদি বাংলাদেশ খেলতো, আরও বেশি খুশি হতেন।

তানভীন সুইটি আর্জেন্টিনার ভক্ত ছোটবেলা থেকেই। ম্যারাডোনা-বাতিস্তুতাদের ম্যাজিক দেখতেন আগে, এখন মেসির। মেসি যদি স্বভাবসুলভ খেলাটা ধরে রাখতে পারেন, কাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে- বিশ্বাস করেন তিনি।

তারিন খেলা দেখেন বাসায় বসে, সবাই মিলে। একসঙ্গে খাওয়া-দাওয়া আনন্দ-উল্লাস সবই হয়। সমর্থন করেন ব্রাজিল। তার পরিবারের বেশিরভাগও তাই। আশা করেন এবারের বিশ্বকাপ ব্রাজিলই জিতবে।

সুমাইয়া শিমু’র প্রিয় দল আর্জেন্টিনা। খেলা বোঝার পর থেকেই এ দলের প্রতি দুর্বলতা তার। বাসায় বসে খেলা দেখেন। শুটিং থাকলে অবশ্য স্পটেই দেখা হয় খেলা। তিনি চান আর্জেন্টিনা শিরোপা জিতুক।

নোবেল মূলত ব্রাজিলের সমর্থক। কারণ আছে। ব্রাজিলের খেলায় শিল্প থাকে, ছন্দ খুঁজে পাওয়া যায়। ফলে, ওদের খেলা দেখতেও ভালো লাগে তার।

ফেরদৌস আশা করেন, মেসির জাদুতে কাবু হবে গোটা বিশ্ব। ক্লাব টুর্নামেন্টে যেমন খেলেন মেসি, তার অর্ধেক এই টুর্নামেন্টে খেললেও বাজিমাত হবে বলে ধারণা তার। অপেক্ষায় আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের।

এ সম্পর্কিত আরও খবর