‘মায়াবতী’ মুক্তির পরই প্রচারণায় নামবে ‘সাপলুডু’: দোদুল

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 08:37:30

আগামী ২৭ সেপ্টেম্বর সারাদেশে ও দেশের বাইরের বিভিন্ন শহরে একযোগে মুক্তি পাবে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাপলুডু’। মুক্তির আর মাত্র ২ সপ্তাহ বাকী থাকলেও ফেসবুক ছাড়া অন্য কোন প্রচারণায় নেই আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি। একটি গান ও টিজার ছাড়া এখনো আর কোন গান বা ট্রেলার প্রকাশ পায়নি ‘সাপলুডু’র। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা।

তবে প্রচারণায় না থাকার কারণটা পরিকল্পিত বলেই ব্যাখ্যা করলেন সিনেমাটির পরিচালক পরিচালক গোলাম সোহরাব দোদুল। বার্তাটোয়েন্টিফোর.কমের সঙ্গে এক আলাপচারিতায় দোদুল বলেন, ‘দেখুন এই সপ্তাহে দারুণ একটি সিনেমা ‘মায়াবতী’ মুক্তি পাচ্ছে। আমি এখনই প্রচারণায় নেমে তো এই সিনেমাটির কোন ক্ষতি করতে পারিনা। এই কারণে আমরা আমাদের প্রচারণা শুরু করিনি। আগে ‘মায়াবতী’ মুক্তি পাক, একটু দম নিক। তারপরই মূল প্রচারণায় নামবে ‘সাপলুডু’।’

গোলাম সোহরাব দোদুল আরও বলেন, ‘শুধু গান ট্রেলার প্রকাশ কেন। প্রচারণায় আরও ভিন্ন আর নতুন কিছু চমক থাকবে। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, সময় হলেই সেই চমকগুলো দেখবেন।’

দর্শকদের কাছে দোদুল অনুরোধ করে বলেন, ‘আমাদের সিনেমাটির জন্য আপনারা যে আগ্রহ আর ভালবাসা দেখাচ্ছেন তাতে আমরা অবাক। আর একটু অপেক্ষা করেন আপনাদের জন্য চমক থাকবে আমরা আমাদের সর্বোচ্চ প্রচারণা করবো।’

গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফাস্ট লুক। যা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ‘সাপলুডু’তে আরিফিন-বিদ্যার পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

আরও পড়ুন: ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘সাপলুডু’

আরও পড়ুন: প্রযোজক টাকা পাবে এজন্য দর্শককে হলে আসতে বলছি না: শুভ

এ সম্পর্কিত আরও খবর