সবচেয়ে অনুপ্রেরণাদায়ক এশিয়ান নারী মনোনীত আলিয়া

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 16:29:09

এশিয়ার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক নারীর তালিকায় মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস একটি তালিকা প্রকাশ করেছে যেখানে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

তালিকায় আরও রয়েছেন- চীনা অভিনেত্রী জোও ডোংইউ, দক্ষিণ কোরিয়ান তারকা জুং-ইউ-মি, দক্ষিণ কোরিয়ান সংগীতশিল্পী সিএল, থাই অভিনেত্রী প্রায়া লুংবার্গ, ইন্দোনেশিয়ান তারকা রালিন শাহ, মালয়েশিয়ান সংগীতশিল্পী ইউনা এবং থাই মডেল ছুটিমন চুইংচারোনসুকইং।

জানা গেছে- ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে এশিয়ার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক নারীকে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

যদি এবার আলিয়া ভাট জয়ী হন তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার পর তিনি হবেন দ্বিতীয় ভারতীয় যিনি পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস জয় করবেন।

এর আগে ২০১৬ সালে এবং ২০১৭ সালে পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দুটি পুরস্কারই আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য দেওয়া হয়েছিল তাকে।

এ সম্পর্কিত আরও খবর