দর্শক নেই নোবেলের কনসার্টে

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 06:09:21

বিতর্কের মাঝে জানা গিয়েছিল মাঈনুল আহসান নোবেল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনের একটি কনসার্টে অংশ নিতে। গেল শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলের একটি অডিটোরিয়ামে সেই কনসার্টে অংশ নেন নোবেল।

তবে সেই কনসার্টে তেমন কোন দর্শক ছিল না। ৪০০ জন আসনের বিপরীতে উপস্থিত ছিল মাত্র ১৫০ জনের মত দর্শক। বাকী আসনগুলো ছিল ফাঁকা। আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানানো হয়েছে।

এই অনুষ্ঠানের কর্মকর্তা সাদ চৌধুরী বাবু গণমাধ্যমকে বলেন, নোবেলের জনপ্রিয়তা দেখে আমরা জনপ্রতি ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিট বিক্রি করি, কিন্তু সাড়া না পাওয়ায় আমরা চরম হতাশ।

জানা গেছে, অনুষ্ঠানে দর্শকরা ‘বাংলাদেশ’ গানটি গাওয়ার অনুরোধ করলে গানটি আর গাইবেন না বলে জানিয়েছেন নোবেল। এছাড়া অনুষ্ঠান শেষে নোবেল আগামীবার আসলে যেন আরও বেশি দর্শক হয় এমনও অনুরোধ করেছেন।

আরও পড়ুন: নোবেলের বুক ফাটে তবুও মুখ ফোটে না

এ সম্পর্কিত আরও খবর