এবারের ঈদে আলোচনার শীর্ষে মোশাররফ করিম

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 09:05:30

এবারের ঈদে সাড়ে ৫০০‘র বেশির নাটক মুক্তি পেয়েছে। এই সংখ্যা থেকে তাই সেরা ১০ বা আলোচিত ১০ নাটকের তালিকা করাটা বেশ কঠিন। সেই জটিল তালিকায় না গিয়ে বরং ঈদে সবচেয়ে আলোচিত অভিনেতা নিয়ে আলোচনা করা যেতে পারে।

গেল কয়েক বছর ধরে অভিযোগ ছিল, মোশাররফ করিম হারিয়ে যাচ্ছেন। কাজ করছেন প্রায় একই গল্পের নাটকের। মোশাররফ করিমের নাটক একঘেয়ে হয়ে আসছে।

তবে এবার ঈদে সেই অভিযোগকে গুরুত্ব দিয়েছেন মোশাররফ করিম। কাজ করেছেন হাতে গোনা মাত্র ১৯ টি নাটকে। নাটকের সংখ্যা কমিয়ে গুরুত্ব দিয়েছেন গল্পের উপর। এর ফলে বিগত কয়েক ঈদের পর মোশাররফ করিম ফের আলোচনার শীর্ষভাগে চলে এসেছেন।

১৯ নাটকের মধ্যে ৪টি জনপ্রিয় সিকুয়েল কাজ করেছেন মোশাররফ করিম। বিহাইন্ড দ্য পাপ্পি, যমজ ১২, সেই রকম বাকী খোর,লুজারস্ ২। নাটক ৪টি সিকুয়েল হলেও অনেকদিন পর 'বিহাইন্ড দ্য পাপ্পি' নাটকটি আসায় সাড়া ফেলেছে। এছাড়া 'যমজ ১২' নিয়ে একঘেয়েমিতার অভিযোগ থাকলে ইউটিউবে ভিউয়ের সংখ্যায় সাড়া ফেলছে নাটকটি।

বয়স্ক বাবার চরিত্রে ঈদের 'আশ্রয়' নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই নাটকের প্রধান চরিত্রে তাহসান খান থাকলেও নাটকের সমগ্র আলোচনা জুড়েই ছিল মোশাররফ করিমের অভিনয়। এছাড়া গল্প নির্ভর 'রাজন : দ্য কিং', মুগ্ধ ব্যাকরণ, চরিত্র, ডিল ডান কালাচাঁনসহ এবারের ঈদের মোশাররফ করিমের প্রায় সবগুলো নাটকই ছিল প্রশংসার দাবিদার।

নাটক সংশ্লিষ্ট অনেকেই মোশাররফ করিমের এবারের নাটকের সংখ্যা কমিয়ে গল্পের উপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মোশাররফ করিমের এবারের নাটকের কাজগুলো নিয়ে চলছে প্রশংসার ফুলঝুরি।

এবারের ঈদের নাটকগুলো প্রসঙ্গে মোশাররফ করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'আমি যে একই গল্পের নাটকে কাজ করতে চাই ব্যাপারটা এমন না। আমাদের দেশে পরিচালকরা কোনো ঝুঁকি নিতে চাননা, যে নাটকগুলোতে দর্শক আমাকে পছন্দ করেছে তারা আমাকে নিয়ে সেই নাটকগুলো আবার করতে চান। মানে একই গল্পের বা একই প্যাটানের। এবারও প্রচুর কাজের প্রস্তাব ছিল কিন্তু চেয়েছি ভিন্ন কিছু কাজ করার। সেটাই করার চেষ্টা করেছি।'

 

এ সম্পর্কিত আরও খবর