সেরা অভিনেতা আয়ুষ্মান-ভিকি, অভিনেত্রী কীর্তি সুরেশ

অ্যাওয়ার্ড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 07:50:35

১৯৫৪ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সূচনা হয়। ভারতের বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত সম্মানীয় এই পুরস্কারের তালিকা প্রতি বছরের এপ্রিলে ঘোষণা হয়। পরে ৩ মে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে এ বছর লোকসভা নির্বাচনের জন্য সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্পূর্ণ তালিকা ঘোষণা শুরু হয় দিল্লির শাস্ত্রী ভবনে। এর আগে জুরি সদস্যরা তাদের রিপোর্ট জমা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকরকে। এরপরই বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছবির পুরস্কার ঘোষণা করেছেন ডিরেক্টর রাহুল রাওয়ালিসহ অন্যান্য জুরি সদস্যরা।

চলুন দেখে নেওয়া যাক ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরার তালিকা
সেরা ছবি- হেলারো (গুজরাতি)
সেরা হিন্দি ছবি- অন্ধাধুন
সেরা পরিচালক- আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)
সেরা অভিনেত্রী- কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানটি)
সেরা অভিনেতা- আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)
সেরা বাংলা ছবি- এক যে ছিল রাজা
সেরা চিত্রনাট্য- অন্ধাধুন
সেরা সঙ্গীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)
সেরা গায়ক- অরিজিৎ সিং (পদ্মাবত)
সেরা গায়িকা- বিন্দুমালিনী (কন্নড় ছবি নতিচরমী)
সেরা কোরিওগ্রাফি- পদ্মাবত (ঘুমর)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক
সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা সহ অভিনেতা- স্বানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা বিনোদনমূলক ছবি- বধাই হো
সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)
সেরা সামাজিক ছবি- প্যাডম্যান

এ সম্পর্কিত আরও খবর