স্টার সিনেপ্লেক্সে ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 02:21:34

ভৌতিক সিনেমার ভক্তদের আবারও হলে যাওয়ার সময় এসেছে। আগামী শুক্রবার (৯ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

আলভিন স্কোয়ার্টজের বই সিরিজ ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটির অন্যতম প্রযোজক অস্কারজয়ী পরিচালক গিলের্মো দেল তোরো। পরিচালনা করেছেন নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আন্দ্রে ওভ্রেডাল। অভিনয় করেছেন জো কলেত্তি, মাইকেল গারজা, গ্যাব্রিয়েল রাশ, অস্টিন আব্রামস, ডিন নরিস প্রমুখ।

ষাটের দশকের শেষ দিকে আমেরিকায় একটা পরিবর্তনের হাওয়া বইছিল। কিন্তু ছোট্ট শহর মিল ভ্যালিতে সে হাওয়া লাগেনি। সেখানে একটা অশান্তি পরিলক্ষিত হয়। সেখানকার প্রজন্মের উপর পরিবারের ছায়া তাড়িয়ে বেড়ায়। বিষয়টা আবিষ্কৃত হয় শহরের শেষ প্রান্তে থাকা তরুণীর সারাহ’র ভয়ঙ্কর গল্প থেকে।

স্ক্যারি স্টোরিজ সিরিজের এক বইতে তার নির্যাতিত জীবনের গল্প লেখা হয়। যা একদল টিনএজার, যারা সারাহ’র ভয়ানক বাড়ি আবিষ্কার করে তাদের বাস্তব জীবনের সঙ্গে খুব মিলে যায়। শস্য ক্ষেতের একটা কাকতাড়ুয়া রীতিমত তাড়িয়ে বেড়ায় তাদেরকে। নিজের ঘরেই ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা। গা ছমছমে এক একটা দৃশ্য, যা দর্শকের বুকে কাঁপন ধরাবে বলে মনে করেন পরিচালক। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি।

এ সম্পর্কিত আরও খবর