মুরলিধরনের বায়োপিক প্রযোজনা করছেন রানা ডাগ্গুবাতি

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 23:45:01

শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরলিধরনের বায়োপিক প্রযোজনা করতে যাচ্ছেন রানা ডাগ্গুবাতি। নাম ঠিক না হওয়া ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন এমএস শ্রীপাঠি। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি।

বিজয় সেতুপতির অভিনয় বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে রানা জানিয়েছেন, ‘সুরেশ প্রোডাকশ, আমি এবং ডিএআর মোশন পিকচার বিজয়ের সঙ্গে মিলে গল্পটি সকলকে বলবো। মুত্তিয়া মুরালিধরন হয়ে শিগগিরই রূপালি পর্দায় হাজির হবেন বিজয়।’

বিজয় সেতুপতি

 

যোগ করে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং। শিগগিরই জানানো হবে অন্যান্য অভিনয়শিল্পীদের নাম।’

মুরলিধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত বিজয় এক বিবৃতিতে বলেছেন, ‘মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকে যুক্ত হতে পেরে আনন্দ লাগছে। তিনি তামিলের আইকনিক একজন খেলোয়াড়। যিনি তার ছাপ ফেলেছেন সারা বিশ্বে। তার চরিত্রে অভিনয় করাটা একটু চ্যালেঞ্জিং তবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমি আনন্দিত যে, মুরালি নিজেই এই প্রকল্পের সাথে নিবিড়ভাবে জড়িত থাকবেন এবং ক্রিকেটের নানা বিষয়ে আমাকে গাইড করবেন। এই চরিত্রটির জন্য আমাকে বেছে নেওয়ার জন্য মুরালি ও নির্মাতাদের ধন্যবাদ জানাতে চাই।’
জানা গেছে, তামিলের পাশাপাশি আরও কয়েকটি ভাষায় নির্মিত হবে মুরালিধরনের বায়োপিক।

এ সম্পর্কিত আরও খবর