ইতিহাস গড়া ‘দ্য লায়ন কিং’ ঢাকায়

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:55:10

দীর্ঘ ২৫ বছর পর আবার হলিউডের পর্দায় ফিরে আসছে ‘দ্য লায়ন কিং’। গেল ১৯ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেলেও বাংলাদেশের দর্শকরা ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পাবেন ২৬ জুলাই থেকে। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছেন।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির রিমেক করেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স। চলচ্চিত্রটির প্রথম মুক্তির ইতিহাসটি বর্ণাঢ্য। ৩৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে প্রায় নয় হাজার কোটি টাকা ব্যবসা করেছে। আর হলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান করে নেয় সিনেমাটি। মাত্র ৮৮ মিনিট দৈর্ঘের এই ছবি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধনের ‘লাইব্রেরি অব কংগ্রেস’ এ স্থান করে নেয়।

এরই মধ্যে ভারতে দারুণ সাড়া ফেলেছে ‘দ্য লায়ন কিং’। ভারতে চারটি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১১.০৬ কোটি রুপি। ভারতজুড়ে মোট ২১৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’র রেকর্ড (১০.৬ কোটি রুপি) ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপি মুক্তির প্রথম দিনের উপার্জনের হিসাবে ডিজনির ক্লাসিক সিনেমা ‘দ্য জাঙ্গল বুক’ (১১.৬ মিলিয়ন ডলার) এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’কে (১২.৪ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে ‘দ্য লায়ন কিং’ (১৪.৫ মিলিয়ন ডলার)।

সিনেমাটির হিন্দি ভার্সনে থাকছেন বলিউডের কিং খান শাহরুখ। ‘লায়ন মুফাসা’ হবেন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, মূল চরিত্র ‘লায়ন সিম্বা’ হবেন শাহরুখের ছেলে আরিয়ান খান। তবে তাদেরকে দেখা যাবে না। কারণ, মুফাসা আর সিম্বার চরিত্রে কণ্ঠ দেবেন শাহরুখ আর জুনিয়র শাহরুখ।

এ সম্পর্কিত আরও খবর