‘আমার প্রতি এরশাদ সাহেবের ভালোবাসা দেখে অনেকে অবাক হতো’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 23:15:48

সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ (১৪ জুলাই) সকাল ৭ টা ৪৫ মিনিটে মারা গেছেন। তার মৃত্যুর খবরে সকালেই সিএমএইচ হাসপাতালে এরশাদের মরদেহ দেখতে ছুটে গিয়েছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, প্রযোজক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

প্রিয় নেতাকে হারিয়ে শোকে কাতর সোহেল রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। একমাত্র এরশাদ সাহেবের ভালোবাসার কারণে আমি জাতীয় পার্টিতে যোগ দেই। এরশাদ সাহেব আমাকে ছোট ভাইয়ের মত আদর করতেন। একটা সময় আমি তার খুবই ঘনিষ্ঠ হয়ে উঠি। তিনি আমাকে এতোটাই ভালোবাসতেন যে পার্টিতে যোগ দিতেই আমাকে প্রেসিডিয়াম সদস্য করেন। আমার প্রতি এরশাদ সাহেবের এমন ভালোবাসা দেখে অনেকে অবাক হতো।'

হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে শেষ দেখা হওয়ার কথা স্মরণ করে সোহেল রানা বলেন, 'এরশাদ সাহেব যখন শেষবার সিঙ্গাপুরে গেলেন তখন যাওয়ার পথে বিমানবন্দরে দেখা হয়েছিল আমার সঙ্গে। তারপর সিএমএইচ হাসপাতালে গিয়েছি বেশ কয়েকবার। আজ যখন তার চলে যাওয়ার খবর শুনলাম তখন থেকেই এসব পুরাতন সময়ের কথা মনে পড়ছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো সেটা শিগগির পূরণ হবে না।'

সোহেল রানা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগও পেয়েছিলেন এই চিত্রনায়ক।

এ সম্পর্কিত আরও খবর