পাকিস্তানি অ্যাওয়ার্ডের লালগালিচায় শবনম

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 02:51:48

পাকিস্তানের করাচি এক্সপ্রো সেন্টারে রোববার (৭ জুলাই) বসেছিল ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড’-এর (এলএসঅ্যা) ১৭তম আসর। যেখানে উপস্থিত হয়েছিলো ললিউডের (লাহোর) নামি-দামি তারকারা।

তালিকায় ছিলেন- মাহিরা খান, বিলাল আশরাফ, মরিয়ম মুসতেহসান, আতিফ আসলাম, ফয়সাল কুরেসি, ইকরা আজিজ, ইয়াসির হুসেইন, আলি সাফিনাসহ পাকিস্তানের জনপ্রিয় তারকা।

মূল অনুষ্ঠান শুরু আগে লালগালিচায় পা মাড়াতে দেখা গেছে পাকিস্তানি তারকাদের। আর সেখানেই দেখা গেছে- বাংলাদেশের অভিনেত্রী শবনমকে।

কালো কাতান শাড়ি, খোপায় বেশি ফুল, গলায় নেকলেস, হাতে চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড’-এর লালগালিচায় হেঁটেছেন তিনি।

১৯৪২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেছেন শবনম। তার আসল নাম ঝর্ণা বাসাক। ১৯৬১ সালে বাংলা চলচ্চিত্র ‘হারানো দিনের’ মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন শবনম। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’ ছবির মাধ্যমে পাকিস্তানে রাতারাতি তারকাখ্যাতি পান। তবে এ দু’টি ছবিই তৎকালীন পূর্ব-পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকা থেকে মুক্তি পেয়েছিল। ৬০ দশকের মাঝামাঝি সময়ে শবনম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হয়ে উঠেন। পরে ১৯৬৮ সালে পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস শুরু করেন তিনি।

৭০ দশকের শুরুতে শবনম ললিউডে (লাহোর) পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করেন। বলা হয়ে থাকে- শবনম একমাত্র চলচ্চিত্র অভিনেত্রী যিনি ১৯৬০-এর দশক থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত তিন দশক ধারাবাহিক ও সফলভাবে রোমান্টিক চরিত্রে অভিনয় করে অগণিত দর্শক-শ্রোতার মন জয় করেছিলেন।

তার অভিনীত জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো হলো- ‘আম্মাজান’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘রাজা সন্ন্যাসী’, ‘রাজধানীর বুকে’সহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর