উত্থান নিয়ে ৫ তরুণের ‘ক্রনেজ’

সুরতাল, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 12:04:14

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পাঁচ বাংলাদেশি তরুণ শিল্পীর গড়া ব্যান্ড ‘ক্রনেজ’। সম্প্রতি এ ব্যান্ডের গাওয়া তৃতীয় গান মুক্তি পেয়েছে। উত্থান শিরোনামের সে গানে মূলত স্থান পেয়েছে বর্তমান সময়ের চড়াই উতরাইয়ের গল্প।

প্রকাশ পাওয়া নতুন গানটি নিয়ে ক্রনেজের সদস্যরা বলেন, আমরা দেখি সমকালীন হতাশার বিপরীতে নতুন প্রজন্মের কণ্ঠস্বর জনমনে নতুন আশার সঞ্চার করেছে। বায়ান্ন কিংবা উনসত্তর বা একাত্তরের মতোই তারুণ্যের শক্তি অগ্রপথিক হয়ে দেশকে পথ দেখাবে, সে আশায় মানুষ এখন প্রহর পার করছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোতে এরকম প্রচুর উদাহরণ দেখা যায়। নগরের যাপিত জীবনের এ পর্যবেক্ষণ থেকেই ‘উত্থান’ গানের উত্পত্তি। এ গানটি তাই বর্তমান সময়ের সাক্ষী হয়ে থাকবে।

তারা আরও বলেন, উত্থান শুধু একটি গানের নাম নয় এখানে ব্যক্ত হয়েছে কোটি মানুষের আর্তনাদ, আর আশার রূপরেখা। নতুন প্রজন্ম মানুষকে অপরূপ ভবিষ্যতের স্বপ্ন দেখতে শিখিয়েছে। ত্রিশ লাখ পতাকার ভার তাদের কাঁধে, এ ভার অনেক ওজনের, অনেক দায়িত্বের। সে স্বপ্নের অংশিদার হয়ে বলা যায় উত্থান হবে নতুন সূর্যের, বিকশিত হবে আশার আলো, আসবে গণজাগরণের জোয়ার, উত্থান হবে আবার।

উল্লেখ্য, ক্রনেজের প্রতিটি সদস্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্বে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডে নিয়মিত বাজিয়ে এসেছেন। সংগীতের প্রতি ভালোবাসা তাদের আবার বিদেশের মাটিতে এক করেছে। এর আগে তাদের গাওয়া স্বপ্নচারী, কল্পযাত্রা নামে দুটো গানও সমাদৃত হয়েছে সংগীতপ্রেমীদের কাছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতপ্রেমী শ্রোতাদের জন্য নিজস্ব আঙ্গিকে নতুন কিছু করার প্রচেষ্টা তাদের সব সময়ই থাকবে বলে জানিয়েছেন ও ব্যান্ড সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর