কানের প্রতিযোগিতা বিভাগে অবশেষে পিট-ডিক্যাপ্রিওর ছবি

অ্যাওয়ার্ড, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-29 14:27:16

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের প্রতিযোগিতা বিভাগে যুক্ত হলো দুটি ছবি। এর মধ্যে আছে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। এতে অভিনয় করেছেন ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্গট রবি। বৃহস্পতিবার (২ মে) খবরটি জানান আয়োজকরা।

প্রতিযোগিতা বিভাগে আরও যুক্ত হয়েছে স্বর্ণপাম জয়ী নির্মাতা আবদেললতিফ কেশিশের চার ঘণ্টার ছবি ‘মেকতুব, মাই লাভ: ইন্টারমেজো’। এটি হলো তার ‘মেকতুব, মাই লাভ: কান্তো আনো’র (২০১৭) সিক্যুয়েল। আগের পর্বের উদ্বোধনী প্রদর্শনী হয় ভেনিস চলচ্চিত্র উৎসবে।

৭২তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম তথা পাম দ’রের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৯টি ছবির নাম ঘোষণা করা হয় গত ১৮ এপ্রিল। তবে তখনও ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ও ‘মেকতুব, মাই লাভ: ইন্টারমেজো’র সম্পাদনা চলছিল বলে জানান কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। এ দুটি ছবি তালিকায় যুক্ত করতে পেরে তিনি আনন্দিত।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। তার নেতৃত্বে বিচারক প্যানেল নির্বাচন করবে স্বর্ণপাম জিতবে কোন ছবি।

৭২তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে আগামী ১৪ মে। ওইদিন থাকছে জিম জারমাশ পরিচালিত ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এটিও রয়েছে প্রতিযোগিতা বিভাগে।

এবারের উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। ওইদিন ঘোষণা করা হবে স্বর্ণপাম জয়ী ছবির নাম। উদ্বোধনী ও সমাপনী আয়োজন উপস্থাপনা করবেন ৫১ বছর বয়সী ফরাসি অভিনেতা এডুয়ার্ড বেয়ার। প্রয়াত নারী নির্মাতা আনেস ভারদার শুটিংয়ের একটি স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে উৎসবের অফিসিয়াল পোস্টার।

প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১ ছবি
** দ্য ডেড ডোন্ট ডাই (জিম জারমাশ, উদ্বোধনী ছবি)
** ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড (কোয়েন্টিন টারান্টিনো)
** মেকতুব, মাই লাভ: ইন্টারমেজো (আবদেললতিফ কেশিশ)
** পেইন অ্যান্ড গ্লোরি (পেদ্রো আলমোদোভার)
** দ্য ট্রেইটর (মার্কো বেলোচ্চিও)
** প্যারাসাইট (বন জুন হো)
** ইয়াং আহমেদ (জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন)
** ওহ মার্সি! (আহনু দিপ্লোশাঁ)
** দ্য ওয়াইল্ড গুজ লেক (ডিয়াও ইনান)
** আটলান্টিক (মাটি ডিওপ)
** ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম (হাভিয়ার দোলান)
** লিটল জো (জেসিকা হজনার)
** সরি উই মিসড ইউ (কেন লোচ)
** লে মিসারেবলস (লেজ লি)
** অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক)
** বাকুরাউ (ক্লেবার মেনদোসা ফিলো ও জুলিয়ানো দোরনেলিস)
** দ্য হুইজলারস (কর্নেলিউ পরমবয়ু)
** ফ্রাঙ্কি (আইরা সাকস)
** পোর্ট্রেট অব দ্য ইয়াং গার্ল ইন ফায়ার (সেলিন সিয়ামা)
** ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান)
** সিবিল (জাস্টিন ত্রিয়েত)

এ সম্পর্কিত আরও খবর