নটরডেম গির্জা পুনঃনির্মাণে ১১৩ মিলিয়ন ডলার অনুদান

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-30 07:51:03

পুনঃনির্মাণ করা হবে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল। মঙ্গলবার (১৬ এপ্রিল) এমনটাই ঘোষণা দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা নিয়ে আবারও পুনঃনির্মাণ করা হবে নটরডেম ক্যাথেড্রাল। ঐতিহাসিক এই ভবনটি পুনঃনির্মাণের জন্য মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকেই শুরু হবে তহবিল সংগ্রহের কাজ।’

এ ছাড়া সাহায্যের জন্য বিশ্বের সামর্থ্যবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ।

এরই মধ্যে প্রেসিডেন্ট ম্যাখোঁর আহ্বানে সাড়া দিয়েছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েকের স্বামী ফ্রাঁসোয়া-হেনরি পিনাল্ট। ৮৫০ বছরের পুরনো গির্জাটি নির্মাণের জন্য ১১৩ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি।

ফ্রান্স সরকারের পক্ষ থেকে তার দানের বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে ৮৫০ বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ধসে পড়েছে গির্জার ছাদ ও ৯৫ ফুট লম্বা টাওয়ার। এছাড়া পুড়ে গেছে কাঠের তৈরি জিনিসগুলো।

ঘটনার প্রায় নয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দল। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, গির্জা মেরামতের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে, প্যারিসের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে জানানো হয়েছে, বর্তমানে বিষয়টি দুর্ঘটনা হিসেবেই তদন্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর