পহেলা বৈশাখে হাজারও কণ্ঠে বর্ষবরণ

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-21 22:45:23

বর্ণিল মঞ্চে নানান রঙে বাংলা নববর্ষকে বরণ করে নিতে সুরের ধারা ও চ্যানেল আই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করছে ‘হাজার কণ্ঠে বর্ষবরণ-১৪২৬’। আগামী ১৪ এপ্রিল প্রভাতের প্রথম প্রহর থেকে অনুষ্ঠানটি শুরু হবে।

এবারের পরিবেশনায় নেতৃত্ব দেবেন সুরের ধারার চেয়ারম্যান প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার সঙ্গে সুর মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও শিল্পীর কণ্ঠে থাকবে বর্ষবরণের গান। এছাড়া থাকবে জনপ্রিয় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনা। মেলা প্রাঙ্গণে বসবে বিভিন্ন ঐতিহ্যের উপাদানে তৈরি বৈশাখের হরেক রকমের পণ্য সামগ্রীর পসরা।

হাজারও কণ্ঠে বর্ষবরণ উপভোগ করতে জড়ো হবেন শত শত মানুষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। পরিচালনায় আমিরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। চ্যানেল আইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও দেখানো হবে এই আয়োজন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেই ১৩ এপ্রিল সন্ধ্যায় শুরু হবে সুরের ধারার আয়োজনে চৈত্র সংক্রান্তি উৎসব ও বর্ষবিদায়। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হবে।

বর্ষবিদায় ও বর্ষবরণের বিস্তারিত জানাতে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন হবে।

এ সম্পর্কিত আরও খবর