ছোটপর্দায় ‘গোলমাল’

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-21 14:26:12

বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল’। ছবিটি দর্শকদের মনে এতোটাই সাড়া ফেলেছে যে, ইতিমধ্যে এর তিনটি কিস্তি নির্মাণ করেছেন নির্মাতা।

চমকপ্রদ তথ্য হলো- এবার ছোট পর্দাতেও দেখা যাবে ‘গোলমাল’। তাও অ্যানিমেটেড সংস্করণে। আর এর নাম রাখা হয়েছে ‘গোলমাল জুনিয়ার’। বাচ্চাদের টেলিভিশন চ্যানেল সোনিক-এ দেখা যাবে এই শো।

‘গোলমাল জুনিয়ার’-এ চরিত্রের নামগুলোর কোনও রকম হেরফের হচ্ছে না। গোপাল, লক্ষণ, মাধব এবং সেই লাকি-ই থাকছেন, তবে অ্যানিমেটেড ভার্সনে। আগামী মে মাস থেকে ছোটপর্দায় দেখানো হবে এটি।

জানা গেছে- বাচ্চাদের জন্য এই শো তৈরি হওয়ায়, প্রয়োজনে বেশকিছু পরিবর্তন আনতে হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন রোহিত শেঠিও।

এর আগে রোহিতের ‘সিংহাম’ অ্যানিমেটেড ভার্সনে দেখা গিয়েছেলো। যার নাম ছিলো ‘লিটল সিংহাম’। বেশ জনপ্রিয়তা পেয়েছিলো শোটি।

২০০৬ সালে প্রথম মুক্তি পায় রোহিতের ‘গোলমাল’। এতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, তুষার কাপুর, আরশাদ ওয়ারসি, শারমান যোশী এবং রিমি সেন।

এরপর ২০০৮ সালে তৈরি করেন এই ছবির সিক্যুয়েল ‘গোলমাল রিটার্নস’। এখানে ছবির নায়িকা হিসেবে দেখা যায় করিনা কাপুর খানকে। অন্যদিকে, শারমানের পরিবর্তে দেখা গিয়েছিল শ্রেয়াস তালপাড়েকে।

২০১৭-তে মুক্তি পায় ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি- ‘গোলমাল এগেইন’। পরিণীতি চোপড়া এবং টাবুকে দেখা গিয়েছিল এতে।

এ সম্পর্কিত আরও খবর