ইরফান-ফারিয়ার ‘শিকার’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-21 19:20:01

স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘শিকার’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।

মুক্তিযুদ্ধ পূববর্তী সময়ে গ্রামীন জনপদে এর প্রভাব এবং যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীর নৃশংসতার কাহিনী চিত্রিত হয়েছে নাটকটিতে। উঠে এসেছে মসদগাও গ্রামের শহীদ তারার গল্প। মানসিক ভারসাম্যহীন তারাকে হত্যার মধ্য দিয়ে ওই গ্রামে হত্যাযজ্ঞ শুরু করে হানাদার বাহিনী।

পাক বাহিনী এতোটাই হিংস্র এবং বোধশক্তিহীন ছিল যে, তাদের হাত থেকে একজন পাগলও রেহাই পায়নি। প্রকৃতপক্ষে, সে সময় বাংলাদেশ কতোটা বিপন্ন ছিল সেটাই ফুটে উঠেছে এই নাটকে।

এ প্রসঙ্গে গল্পকার জামাল হোসেন বলেন, লেখালেখির অভ্যাস অনেক দিনের। কিন্তু আমার চিন্তা ছিল যদি কখনো কোন গল্প নাটকে রূপান্তরিত করি তবে সেটা কোন দেশের গল্পই হবে। যে কারণে পরিচালকের হাতে গল্পটি তুলে দিয়েছিলাম। তার সুনিপুণ চিত্রনাট্য ও পরিচালনায় গল্পটি পেয়েছে ভিন্ন মাত্রা।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। ইরফান সাজ্জাদ ও ফারিয়ার পাশাপাশি আরও দেখা যাবে- মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলাম প্রমুখ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘শিকার’।

এ সম্পর্কিত আরও খবর