বিপাকে ‘পিএম নরেন্দ্র মোদী’

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক | 2024-01-12 15:42:06

লোকসভা নির্বাচনের এক সপ্তাহ আগে অর্থাৎ আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটির। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়তে হলো উমাঙ কুমার পরিচালিক ছবিটিকে। কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে নির্মিত ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে ডিএমকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি দেওয়া যাবে না। এমনকী পোলাচির ডিএমকে ইঞ্জিনিয়ারিং শাখার সদস্য পিএস আরাসু ভূপতি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখে ছবির মুক্তি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।

 

পিএস আরাসু ভূপতির অভিযোগ, এই ছবিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হচ্ছে। আসন্ন নির্বাচনে যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই নির্বাচনের পরে ছবির মুক্তির দাবি তোলা হয়েছে।

চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার কাহিনি ফুটে উঠবে ‘পিএম নরেন্দ্র মোদী’তে। ছবিতে মোদির চরিত্রে নানা রূপে ধরা দিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়।

বিবেকের পাশাপাশি রয়েছেন দর্শন কুমার, বোমান ইরানি, প্রশান্ত নারায়ণ, জারিনা ওয়াহাব। ‘পিএম নরেন্দ্র মোদী’তে মোদীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। কিন্তু ছবি মুক্তির আগেই সমস্যায় পড়ল মোদির বায়োপিক। এবার দেখার পালা নির্ধারিত দিনেই বহুচর্চিত ছবিটি মুক্তি পায় কিনা।

এ সম্পর্কিত আরও খবর