কান উৎসবে স্থান পেল মাহদী হাসানের ‘স্যান্ড সিটি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:36:47

৭২তম কান চলচ্চিত্র উৎসবে ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে স্থান পেল বাংলাদেশের তরুণ নির্মাতা মাহদী হাসানের প্রথম চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’র পান্ডুলিপি তথা প্রকল্প।

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। আর এ মর্যাদাপূর্ণ উৎসবে দ্বিতীয়বারের মত মনোনীত হচ্ছে মেহেদী হাসানের প্রথম চলচ্চিত্রটি।

এর আগে কামার আহমাদ সাইমনের ‘শঙ্খধ্বনি’ চলচ্চিত্রটি এ উৎসবের চলচ্চিত্র প্রকল্প হিসেবে মনোনীত হয়েছিল।

নির্মাতা মাহদী হাসান জানান, ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন নির্মাতা সম্মানজনক এ বিভাগের জন্য নির্বাচিত হয়। আর সে ১০ জনের মধ্যে তার প্রকল্পটি স্থান করে নেয়।

‘স্যান্ড সিটি’র গল্প সম্পর্কে তিনি জানান, ছবিটি ঢাকা শহরের গল্পকে ঘিরে নির্মিত। ছবিটিতে তিনটি চরিত্রের মাধ্যমে এ শহরের সংগ্রামের চিত্রকে তুলে ধরা হবে।

বাংলাদেশ ছাড়াও তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রকল্পের এ বিভাগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, বুরকিনা ফাসো, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, রুয়ান্ডা ও তিউনিসিয়া।

উল্লেখ্য, ১৯৪৬ সালে হয়েছিলো কান চলচ্চিত্র উৎসবের প্রথম আসর। এবার ১৪ মে থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর