একদিনে ৩ সিনেমা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 19:55:23

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সারাদেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তিন সিনেমা। এগুলো হলো- ‘হৃদয়ের রংধনু’, ‘অন্ধকার জগত’ও ‘প্রেম আমার টু’।

এগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসরে অর্থ্যাৎ প্রায় অর্ধশতাধিকেরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি-ডিএ তায়েব জুটির অভিনীত ‘অন্ধকার জগত’। এটি পরিচালানা করেছেন বদিউল আলম খোকন। এতে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহিকে।

মাহি ও তায়েবের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা, বিজিবি, মধুমিতা, আনন্দ, সনি, জোনাকিসহ, রংপুরের শাপলা, বরিশালের অভিরুচি, সিলেটের নন্দিতা, যশোরের মনিহার, ময়মনসিংহের ছায়াবানির মতো দেশের বড় বড় ৬০ সিনেমা হলে চলবে ‘অন্ধকার জগত’।

প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে ‘অন্ধকার জগত’ মুক্তি পেলেও মাত্র একটি প্রেক্ষাগৃহে ‍মুক্তি পাচ্ছে রাজিবুল হোসেন পরিচালিত দেশের পর্যটন নিয়ে চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’। প্রায় দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ছবিটি। শুধুমাত্র ‘স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এতে অভিনয় করেছেন দেশি-বিদেশি শিল্পীরা। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।

দেশের ৫৪ জেলার দৃশ্য নিয়ে ‘হৃদয়ের রংধনু’ ছবিটি ২০১৪ সালে শুটিং শুরু করে আর শেষ হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ।

এদিকে নতুন জুটি পূজা চেরি ও কলকাতার অভিনেতা আদৃত অভিনীত ‘প্রেম আমার টু’ ভারতে গত ৮ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও কিছু জটিলতার কারণে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে আজ শুক্রবার ছবিটি মাত্র কয়েকটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। পহেলা মার্চ থেকে বড় পরিসরে সিনেমাটি বিভন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে বলেও জানান।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্র্য।

এ সম্পর্কিত আরও খবর