চকবাজার ট্রাজেডিতে ফেসবুকে তারকাদের শোক

বিবিধ, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:32:32

একদিকে শোকের দিন একুশে ফেব্রুয়ারি আর অন্যদিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ট্রাজেডি স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। সবাই যেন শোকে কাতর। এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তাইতো এই ট্রাজেডিকে ঘিরে ফেসবুকেও শোকের ছায়া পড়েছে।

শোবিজ অঙ্গনের অনেক তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে হৃদয়বিদারক কথা লিখেছেন। বার্ত া২৪.কমের পাঠকের জন্য এসব লেখা তুলে ধরা হলো।

নায়ক শাকিব খান তার অফিসিয়াল ফ্যান পেজে লিখেছেন, ‘ঢাকার চকবাজারে গতকাল (বুধবার) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরান ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে। পুরান ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।'

অভিনেত্রী শানৈরী দেবী শানু লিখেন, ‘এমন লাশের মিছিল তো চাইনি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে। হয়ত জীবন আবার চলবে নতুন কোনো ছন্দে! আহারে জীবন!’

নায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা স্তব্ধ, আমরা শোকাহত।’

অভিনেতা জায়েদ খান লিখেন, ‘চকবাজার ট্রাজেডি!!! এ এক অন্য ঢাকা! শোকের নগরী…! কত লাশ…! পোড়া লাশ…! স্বজন হারানোর আর্তনাদ! কি আছে সাত্বনার?’

অভিনেত্রী পূজা চেরি ট্রাজিডির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘শোকাহত…..’

নির্মাতা আবু শাহেদ ইমন ফেসবুকে লিখেন, ‘প্রাইভেট কার বা সিএনজি-তে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে হাজার হাজার জীবন্ত বোমা নিয়ে আমরা ঘোরাফেরা করছি দিব্বি। নিচতলায় ক্যামিকেলের গোডাউন ভাড়া দিয়ে সংসার পরিজন নিয়ে আরামে ঘুমাচ্ছি দিনের পর দিন। প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে কোনো রকম নিরাপত্তা ছাড়াই জীবন্ত বোমার সিলিন্ডারে রান্না হচ্ছে বছরের পর বছর। জনগণ নিজের ব্যক্তি স্বার্থে এই সব ক্ষুদ্র জাগতিক লাভের আশা ছাড়বে না। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোর অনতিবিলম্বে সকল ধরনের গ্যাস সিলিন্ডার আর আবাসিক ভবনে থাকা ক্যামিকেলের গোডাউনের অবস্থান সনাক্ত করে এর নিরাপত্তা বিধানে শক্ত পলিসি তৈরি করতে হবে। নতুবা নিমতলী বা চকবাজার এই রকম আরও শত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

চিত্রনায়িকা কেয়া শোক প্রকাশ করে লিখেছেন, ‘চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে অনেক নিরীহ প্রাণ। বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকে ডোবা পরিবারের জন্য রইলো সমবেদনা।’

চিত্রনায়ক সাইমন সাদিক একাধিক অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।’

শোক প্রকাশ করে চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি।’

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখন পযর্ন্ত ৭০ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর