পাল্টা জবাব দিলো পাকিস্তান

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-20 17:50:31

ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনার পর বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই পাকিস্তানি শিল্পীদের বয়কট করেছেন। এবার পাল্টা জবাব দিলো পাকিস্তানও বয়কট করা শুরু করেছে। আর শুরুতেই এসেছে সুপারস্টার সালমান খানের নাম।

আগামী ঈদুল ফিতরে ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি । কিন্তু পাকিস্তানে এই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে, ঈদের দুই দিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত কোনো ভারতীয় ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। ঈদ উপলক্ষে সেখানে পাকিস্তানের নায়ক অভিনীত ছবিই মুক্তি পাবে।

এর আগে, গত রোজার ঈদে মুক্তি পেয়েছিলো সালমানের ‘রেস থ্রি’। কিন্তু পাকিস্তানে মুক্তি পায়নি।

এদিকে হামলার ঘটনার জেরে অজয় দেবগণও তার ‘টোটাল ধামাল’ ছবিটি পাকিস্তানে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সালমানও তার ‘নোটবুক’ থেকে পাকিস্তানের গায়ক আতিফ আসলামের নাম কেটে দিয়েছেন বলে জানা যায়।

সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপুরের সিআরপিএফের গাড়িবহরে জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ৪৯ জন সেনা নিহত হন। আর এ ঘটনায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠি জৈশ-ই-মোহম্মদ কাশ্মীরের পুলওয়ামায় ওই হামলার দায় স্বীকার করেন। এরপর থেকেই এ হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানদের বয়কটের উত্তেজনা চলছে।

এ সম্পর্কিত আরও খবর