দেশাত্মবোধক সাতটি গান নিয়ে ফরিদ আহমেদ

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 16:39:58

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সাতটি গান নিয়ে আসছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামানের কথা ও ফরিদ আহমেদের সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপসন সার্ভিস ও বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসে গানগুলো প্রচার করা হবে।

গানগুলোর মধ্যে রফিকুল আলম গেয়েছেন ‘একুশ কেবল একুশ নয়’, এন্ড্রু কিশোর ‘পলাশের দিনে’, সামিনা চৌধুরী ‘শব্দ আহা শব্দ’, রুমানা ইসলাম ‘স্বর ব্যঞ্জনে যে লিপি সাজানো’, দিনাত জাহান মুন্নী ও সাব্বির ‘অগ্নি দগ্ধ ফাগুনে আমরা’ এবং চম্পা বনিক ও ইউসুফ গেয়েছেন ‘একটি সকাল এক ঝাঁক গুলি’ শিরোনামের গান।

এই ছয়টি গান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রচার করা হবে, তবে রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘আমি কথা বলি এই মাটির জন্য’ শীর্ষক একটি গান পরে প্রচারিত হবে বলে জানান সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর