বাফটায় সেরা ছবি ‘রোমা’, রাজত্ব করলো ‘দ্য ফেভারিট’

অ্যাওয়ার্ড, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর | 2023-08-31 17:24:29

ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭২তম আসরে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেলো নেটফ্লিক্সের ‘রোমা’। সাদাকালো পারিবারিক ছবিটির সুবাদে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক পুরস্কার দুটি পেয়েছেন মেক্সিকান নির্মাতা আলফনসো কুয়ারন। সেরা বিদেশি ভাষার ছবিও হয়েছে এটি।

অলিভিয়া কোলম্যান

 

রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) লন্ডনে এবারের বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘রোমা’ সর্বোচ্চ পুরস্কারটি জিতলেও সর্বাধিক সাতটি বিভাগে সেরা হয়েছে অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে নির্মিত ইয়র্গেস লানতিমোসের ‘দ্য ফেভারিট’। এতে অভিনয়ের সুবাদে অলিভিয়া কোলম্যান সেরা অভিনেত্রী ও র‌্যাচেল ভাইস সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। এছাড়া কারিগরি পাঁচটি পুরস্কার পেয়েছে এই ছবি।

মাহেরশালা আলি

 

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’তে কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন রামি মালিক। সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি উঠেছে মাহেরশালা আলির হাতে। ‘গ্রিন বুক’ ছবিতে ষাটের দশকের জ্যাজ পিয়ানো বাদক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

লেটিটিয়া রাইট

 

ভিজ্যুয়াল ইফেক্টসে সেরা হয়েছে মার্ভেল এন্টারটেইনমেন্টের ‘ব্ল্যাক প্যান্থার’। বাফটায় এবার একটি করে পুরস্কার পাওয়া অন্য ছবিগুলো হলো ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’, ‘ভাইস’ ও ‘অ্যা স্টার ইজ বর্ন’।

একনজরে ৭২তম বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ীরা
সেরা চলচ্চিত্র: রোমা
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি: দ্য ফেভারিট
অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক)
পার্শ্ব অভিনেত্রী: র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)
পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোটে): লেটিটিয়া রাইট (ব্ল্যাক প্যান্থার)
সেরা বিদেশি ভাষার ছবি: রোমা (মেক্সিকো)
প্রামাণ্যচিত্র: ফ্রি সলো
অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
মৌলিক চিত্রনাট্য: দ্য ফেভারিট
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ব্ল্যাকক্ল্যান্সম্যান
মৌলিক সুর: অ্যা স্টার ইজ বর্ন
চিত্রগ্রহণ: রোমা
পোশাক পরিকল্পনা: দ্য ফেভারিট
সম্পাদনা: ভাইস
শিল্প নির্দেশনা: দ্য ফেভারিট
রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য ফেভারিট
শব্দ: বোহেমিয়ান র‌্যাপসোডি
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্ল্যাক প্যান্থার
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: সেভেনটি থ্রি কাউস
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: রাফ হাউস।
সেরা নতুন ব্রিটিশ চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক: ‘বিস্ট’ ছবির জন্য মাইকেল পিয়ার্স (লেখক/পরিচালক), লরেন ডার্ক (প্রযোজক)
চলচ্চিত্র নির্মাণে অসামান্য অবদান: নাম্বার নাইন ফিল্মস (এলিজাবেথ কার্লসেন ও স্টিফেন উলি)
বাফটা ফেলোশিপ: থেলমা স্কুনমেকার

এ সম্পর্কিত আরও খবর