একুশে ফেব্রুয়ারিতে বাপ্পার ‘প্রাণের বর্ণমালা’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-26 14:29:26

মায়ের ভাষায় কথা বলতে গিয়ে জীবন দেওয়ার কথাটি অন্য জাতির ক্ষেত্রে অলীক হলেও কেবল বাঙালির বেলায় সত্য। পৃথিবীতে বাঙালিদের কেবল ভাষার জন্য রক্ত দিতে হয়েছে।

রক্তের দামে কেনা বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এর শিরোনাম ‘প্রাণের বর্ণমালা’। আগামী ২১ ফেব্রুয়ারি বাপ্পার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

প্রথমবার একুশ নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘এটি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গানের কথাগুলো অন্যরকম। সহজেই বুঝতে পারা যায় কথাগুলো। সহজ সুর তোলার চেষ্টা করেছি এতে।’

গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার সায়ীদ আবদুল মালিক। আগেও তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। সেটি এখনো প্রকাশিত হয়নি। বাপ্পা বললেন, ‘ওই গানটিতে আমাদের যান্ত্রিক শহরের দৈনন্দিন জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ভাষা দিবসের পরেই গানটি বের করবো।’

এ সম্পর্কিত আরও খবর