গতকাল হারিয়েছেন বাবা, পার্থ বড়ুয়াকে ছুটতে হচ্ছে যুক্তরাষ্ট্র

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-03 15:30:21

জনপ্রিয় ব্যান্ডতারকা ও অভিনেতা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া (৯০) আর নেই। গতকাল ২ এপ্রিল রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোলস ব্যান্ডের অন্যতম এই সদস্য জানান, বার্ধক্যজনিত রোগে তার বাবা বিমল কান্তি বড়ুয়া মারা গেছেন।

আজ দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দির তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতীতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা আছে।

পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন। তিনি বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

ব্যান্ডদল সোলস

এদিকে, দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। আগামী ১০ এপ্রিল পুরো সোলস টিম ৫০ বছর উদযাপন করতে সেখান যাত্রা করবেন। এরই মধ্যে সোলস ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের বিষয়ে প্রচারণা শুরু করে দিয়েছে।

এ প্রসঙ্গে সোলস ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর