গোল্ডেন গ্লোবসে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র চমক

অ্যাওয়ার্ড, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর | 2023-08-25 23:49:54

হলিউডে এ বছরের পুরস্কার মৌসুম শুরু হলো। ৭৬তম গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নাম জানা গেলো শুরুতে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলের বলরুমে ৬ জানুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ছিল এর জমকালো আসর। সেখানে বসানো লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন বিশ্বের অনেক তারকা। এই আয়োজন উপস্থাপনা করেছেন অভিনেতা-কমেডিয়ান অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ।

অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ

 

 

এবার ড্রামা চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। এতে কিংবদন্তি সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন রামি মালেক।

 

‘বোহেমিয়ান রাপসোডি’র মতো ‘রোমা’ও জিতেছে দুটি পুরস্কার। মেক্সিকান এ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। সেরা বিদেশি ভাষার ছবি বিভাগেও বিজয়ী হয়েছে এটি।

আলফনসো কুয়ারন

 

মিউজিক্যাল/কমেডি চলচ্চিত্র বিভাগে সেরা ছবিসহ সর্বাধিক তিনটি বিভাগে সেরা হয়েছে ‘গ্রিন বুক’। সেরা চিত্রনাট্যও গেছে এর ঘরে। এতে সংগীতশিল্পীর ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন মাহেরশালা আলি। সেরা পার্শ্ব-অভিনেত্রীও কৃষ্ণাঙ্গ তারকা রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)।

মাহেরশালা আলি

 

সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে লেডি গাগা ফেভারিট থাকলেও তাকে হতাশ করে সেরা হয়েছেন ‘দ্য ওয়াইফ’ ছবির গ্লেন ক্লোজ। গাগার ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির ‘শ্যালো’ সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে। ‘ভাইস’ ছবিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের চরিত্রে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) হয়েছেন ক্রিশ্চিয়ান বেল।

লেডি গাগা

 

গোল্ডেন গ্লোবকে বলা হয় অস্কারের পূর্বাভাস! এই আসরে যারা সফল হন তাদের ভাগ্যে জোটে অস্কার মনোনয়ন ও পুরস্কার। চলচ্চিত্র ও টিভিতে সেরা কাজের স্বীকৃতি হিসেবে ১৯৪৪ সালে শুরু হয় গোল্ডেন গ্লোব পুরস্কার। এর আয়োজন করে থাকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা): বোহেমিয়ান র‌্যাপসোডি
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): গ্রিন বুক
সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)
সেরা অভিনেতা (ড্রামা): রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
সেরা অভিনেত্রী (ড্রামা): গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): ক্রিশ্চিয়ান বেল (ভাইস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
সেরা পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
সেরা চিত্রনাট্য: গ্রিন বুক (পিটার ফ্যারেলি, নিক ভ্যাললঙ্গা, ব্রায়ান কারি)
সেরা মৌলিক সুর: ফার্স্ট ম্যান (জাস্টিন হারউইৎজ)
সেরা মৌলিক গান: শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)
সেরা অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স
সেরা বিদেশি ভাষার ছবি: রোমা (মেক্সিকো)
সেসিল বি. ডিমিলে পুরস্কার: জেফ ব্রিজেস

ক্যারল বার্নেট

 

টেলিভিশন
সেরা সিরিজ (ড্রামা): দ্য আমেরিকানস
সেরা সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য কোমিনস্কি মেথড (নেটফ্লিক্স)
অভিনেতা (ড্রামা): রিচার্ড ম্যাডেন (বডিগার্ড)
অভিনেত্রী (ড্রামা): সান্ড্রা ওহ (কিলিং ইভ)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): মাইকেল ডগলাস (দ্য কোমিনস্কি মেথড)
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): র‌্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)
অভিনেতা (টেলিভিশন সিরিজ/টেলিভিশনের জন্য বানানো ছবি): ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অব জান্নি ভারসাচে: আমেরিকান ক্রাইম স্টোরি)
অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): প্যাট্রিসিয়া আর্কেট (এস্কেপ অ্যাট ড্যানমোরা)
পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ/টেলিভিশনের জন্য বানানো ছবি): বেন হুইশো (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)
পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/টেলিভিশনের জন্য বানানো ছবি): প্যাট্রিসিয়া ক্লার্কসন (শার্প অবজেক্টস)
সেরা টেলিভিশন সিরিজ/টেলিভিশনের জন্য বানানো ছবি: দ্য অ্যাসাসিনেশন অব জান্নি ভারসাচে: আমেরিকান ক্রাইম স্টোরি)
ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড: ক্যারল বার্নেট

এ সম্পর্কিত আরও খবর