অপুর ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ শাকিবের

সিনেমা, বিনোদন

বিনোদন প্রতিবেদক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:08:22

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘লাল শাড়ি’। ছবিটির প্রযোজক অভিনেত্রী অপু বিশ্বাস। প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। অপু বিশ্বাসের হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু জয় প্রোডাকশন’র প্রথম সিনেমা এটি।

চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী ও প্রথম সন্তানের নামে এ প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে সিনেমাটির প্রতি আবেগ কাজ করছে শাকিবের। সেই আবেগ থেকেই মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘প্রিয়তমা’র পাশাপাশি অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ও দেখতে আমন্ত্রণ জানালেন শাকিব।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‍শুক্রবার বিকেলে এক পোস্টে ঢালিউড সুপারস্টার লিখেছেন, “এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

‘লাল শাড়ি’ সিনেমা পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করেছেন সাইমন সাদিক। আছেন দিলরুবা দোয়েলসহ অনেকেই। ঈদে ১২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘লাল শাড়ি’।

এ সম্পর্কিত আরও খবর