শিল্পকলার পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

বিবিধ, বিনোদন

কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 23:28:38

জ্যোতিকা জ্যোতি। বাংলাদেশের অন্যতম একজন অভিনয়শিল্পী। রাজনীতির সাথেও অনেকদিন ধরে যুক্ত আছেন । এবার তাকে শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তিনি দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীসময় তার অভিনীত জীবনঢুলী, মায়া দ্য লাস্ট মাদার , গ্রাস, লাল মোরগের ঝুঁটি, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পান তিনি । সবশেষ দুই বাংলায় প্রশংসিত হয় তাঁর অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিটি ।

এ সম্পর্কিত আরও খবর