৩২ বছর পর কাশ্মিরের হলে জোয়ার নিয়ে এলো ‘পাঠান’

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:58:27

গত চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ খান। অ্যাকশনধর্মী “পাঠান” সিনেমার মাধ্যমে ২০২৩ সালের শুরুতেই রুপালি পর্দায় ফিরেছেন কিং খান। তবে “পাঠান” সিনেমা দিয়ে প্রত্যাবর্তনের মাধ্যমে বলিউড বাদশাহ শুধু বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতীক্ষারই অবসান ঘটাননি, বরং জন্ম দিচ্ছেন নতুন নতুন কীর্তিরও।

বলিউডে গত তিন দশকে মুক্তি পাওয়া ছবির সংখ্যা কম না। কিন্তু গত ৩২ বছর ধরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কোনো প্রেক্ষাগৃহে সিনেমার প্রদর্শনী চলার সময়ে বাইরে হাউজফুল নোটিশ দেখা যায়নি। তবে শাহরুখ খানের “পাঠান” সিনেমার বদৌলতে সেই দৃশ্যেরও সাক্ষী হয়েছেন অনেকে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে “পাঠান”। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিন ভোর থেকেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন দেখা গেছে গোটা ভারতজুড়ে। একই চিত্র দেখা গিয়েছে কাশ্মীরেও। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিনেমাটির প্রদর্শনীর দ্বিতীয় দিনে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের আইনক্স মাল্টিপ্লেক্সে হাউজফুল বোর্ড ঝুলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও পরে সেই ছবি পোস্ট করা হয়।


শাহরুখের অ্যাকশনধর্মী “পাঠান” সিনেমা যে কাশ্মীরের অনেক প্রেক্ষাগৃহের মালিকের মুখে হাসি ফিরিয়েছে, তা বলাই বাহুল্য। এ কারণে বলিউড বাদশাহকেও ধন্যবাদ জানান অনেকে। টুইটারে বৃহস্পতিবার আইনক্স হল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, “আজ পাঠান উন্মাদনা জাতিকে আঁকড়ে ধরেছে। ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় মূল্যবান ‘হাউসফুল' সাইন ফিরিয়ে আনার জন্য কিং খানের কাছে কৃতজ্ঞ! ধন্যবাদ শাহরুখ খান।”

এ সম্পর্কিত আরও খবর