গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেলেন যারা

অ্যাওয়ার্ড, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর | 2023-08-30 13:29:40

৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। এর মধ্য দিয়ে অস্কারের দৌড় শুরু হলো মনোনীতদের মধ্যে। কারণ গোল্ডেন গ্লোবকে বলা হয় অস্কারের পূর্বাভাস! এই আসরে যারা সফল হন তাদের ভাগ্যে জোটে অস্কার মনোনয়ন ও পুরস্কার।

সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছে বড় বাজেটের ছবি ‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, সমালোচকদের প্রশংসা কুড়ানো স্পাইক লি পরিচালিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও অস্কারজয়ী ব্যারি জেনকিন্সের ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’।

২০১৯ সালের ৬ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জমকালো আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই আয়োজন উপস্থাপনা করবেন অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ।

সেরা চলচ্চিত্র (ড্রামা): ব্ল্যাক প্যানথার, ব্ল্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান রাপসোডি, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন।

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): ক্রেজি রিচ এশিয়ানস, দ্য ফেভারিট, গ্রিন বুক, ম্যারি পপিনস রিটার্নস, ভাইস।

সেরা পরিচালক: ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), আলফনসো কুয়ারন (রোমা), স্পাইক লি (ব্ল্যাকক্ল্যান্সম্যান), পিটার ফেরেলি (গ্রিন বুক), অ্যাডাম ম্যাককে (ভাইস)।

সেরা অভিনেতা (ড্রামা): ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), লুকাস হেজেস (বয় ইরেজড), রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি), জন ডেভিড ওয়াশিংটন (ব্ল্যাকক্ল্যান্সম্যান)।

সেরা অভিনেত্রী (ড্রামা): গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), নিকোল কিডম্যান (ডেস্ট্রয়ার), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?), রোসামুন্ড পাইক (অ্যা প্রাইভেট ওয়ার)।

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): ক্রিশ্চিয়ান বেল (ভাইস), লিন-ম্যানুয়েল মিরান্ডা (ম্যারি পপিনস রিটার্নস), ভিগো মরটেনসেন (গ্রিন বুক), রবার্ট রেডফোর্ড (দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান), জন সি. রেইলি (স্ট্যান অ্যান্ড ওলাই)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): এমিলি ব্লান্ট (ম্যারি পপিনস রিটার্নস), অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), ইলসি ফিশার (এইথ গ্রেড), শার্লিজ থেরন (টুলি), কন্সট্যান্স উ (ক্রেজি রিচ এশিয়ানস)।

সেরা পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক), টিমোথি শালামে (বিউটিফুল বয়), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), রিচার্ড ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?’), স্যাম রকওয়েল (ভাইস)।

সেরা সহ-অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), ক্লেয়ার ফয় (ফার্স্ট ম্যান), রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেভারিট), র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)।

সেরা চিত্রনাট্য: রোমা, দ্য ফেভারিট, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, ভাইস, গ্রিন বুক।

সেরা মৌলিক সুর: অ্যা কোয়াইট প্লেস (মার্কো বেলট্রামি), ইজেল অব ডগস (আলেকসন্দ দেশপ্লাঁ), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ফার্স্ট ম্যান (জাস্টিন হারউইৎজ), ম্যারি পপিরস রিটার্নস (মার্ক শেইম্যান)।

সেরা মৌলিক গান: অল দ্য স্টারস (ব্ল্যাক প্যান্থার), গার্ল ইন দ্য মুভিজ (ডাম্পলি), রিক্যুইয়েম ফর অ্যা প্রাইভেট ওয়ার (অ্যা প্রাইভেট ওয়ার), রিভিলেশন (বয় ইরেজড), শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)।

সেরা অ্যানিমেটেড ছবি: ইনক্রেডিবলস টু, ইজেল অব ডগস, মিরাই, র‌্যালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স।

সেরা বিদেশি ভাষার ছবি: কেপারনম (লেবানন), গার্ল (বেলজিয়াম), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা (মেক্সিকো), শপলিফটার্স (জাপান)।

এ সম্পর্কিত আরও খবর