যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের ৭০ সিনেমা হলে ‘পরাণ’ 

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-25 00:25:46

গত ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা। শুরুতে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ধীরে ধীরে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে থাকে।

দেশের দর্শকদের মুগ্ধ করে লাইভ টেকনোলজিস প্রযোজনায় নির্মিত ‘পরাণ’। এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে সিনেমাটি। দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন ‘পরান’ সিনেমা। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রায়হান রাফির ‘পরাণ’ ছবিতে বিশেষ করে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক পরিচালক ইয়াসির আরাফাত বলেন, আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির প্রায় ২ মাস ধরে চলছে। এখনো দর্শক আগ্রহ নিয়ে দেখছে ছবিটি। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই ভালোভাবেই উপভোগ করবে।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘পরাণ’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ, ইমন চৌধুরী ও জাহিদ নিরব। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৩ লাখ টাকা। দেশে ছবিটির পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।

এ সম্পর্কিত আরও খবর