শাবনূরের নাম ব্যবহার করে প্রতারণা

, বিনোদন

কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 19:54:32

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শাবনূরের নাম ব্যবহার করে ফেসবুকে কিছু অসাধু ব্যক্তি বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূরের কানে পৌঁছালেই বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন শাবনূর। তিনি জানিয়েছেন, কেউ যেনো প্রতারকদের টাকা না দেন। তাদের থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে হুঁশিয়ার জানিয়ে শাবনূর তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’


শাবনূর গত বছর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন। তার আগে এ মাধ্যমগুলোতে এতোটা সরব ছিলেন না তিনি। মূলত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেই তার এই প্লাটফর্মগুলোতে আসা বলে জানান। কিন্তু তার আগে থেকেই তার নামে নানা আইডি ও পেজ খুলে একদল লোক বিভিন্ন সময়ে প্রতারণা চালান বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর