কমেডি নাটক ‘আমি কিন্তু শিল্পী’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-09-01 20:38:25

সমাজ ও কাছের মানুষগুলো যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন সে ব্যক্তিটির মানসিকতা স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায়। তেমনই সঙ্গীত শিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে সৃষ্টি হয় নানান সমস্যা।

এমন গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘আমি কিন্তু শিল্পী’। রাজীব মণি দাসের রচনায় এটি পরিচালনা করেছেন মীর সাখাওয়াত।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও আ.খ.ম হাসান।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, “বর্তমানে যেখানে নাটক থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী ও অন্যান্য চরিত্রগুলো বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে ছাঁটাই করা হচ্ছে; সেখানে আমার গল্পগুলোতে এ ধরনের চরিত্রগুলো বিদ্যমান থাকে। এই নাটকেও তাই হয়েছে।”

গল্প ও নির্মাণ সম্পর্কে নির্মাতা মীর সাখাওয়াত বলেন, “গল্পটি খুবই চমৎকার, কমেডি ধাঁচের। খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এমন ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। পরিবার-সমাজকেন্দ্রীক গল্প নির্ভর টেলিফিল্মটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমি আশাবাদী।”

বছরের প্রথম টেলিফিল্ম হিসেবে চ্যানেল আই’য়ে এটি প্রচার হবে আগামীকাল (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে।

টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর