পালকিতে চড়ে সাপের গুহায় অমিতাভ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 01:12:53

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারে ভরপুর যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দোস্তান’কে ঘিরে কৌতূহল ও প্রত্যাশার পারদ ক্রমে উপরে উঠছে। এর মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় একফ্রেমে হাজির হচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

‘ধুম থ্রি’ খ্যাত বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটির শুটিং হয়েছে মাল্টা ও থাইল্যান্ডে। এর মধ্যে থাইল্যান্ডের বনাঞ্চল ও চিত্রকর্মের মতো দেখতে বোরা দ্বীপে শুটিং ছিল বেশ রোমাঞ্চকর।

থাইল্যান্ড প্রসঙ্গে বিগ বি বলেছেন, ‘লোকেশনটি দেখে কিছুটা ভয় জেগেছিল মনে। সেখানে বিশাল একটি গুহা। ২০-৩০ তলা উঁচু হবে। না দেখলে এই প্রকৃতির বর্ণনা দেওয়া সম্ভব নয়। রোমাঞ্চকর ব্যাপার হলো, একটি বিশাল আকৃতির সাপ ঢুকে পড়েছিলো আমাদের সেটে। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো রাবারের সাপ দেখিয়ে মজা নিচ্ছে। কিন্তু ভালো করে দেখার পর বুঝলাম, সেটি সত্যিকারের সাপ।’

ছবির একটি দৃশ্যে দেখা যাবে, খুদাবক্স (অমিতাভ বচ্চন) গুহার মধ্যে লুকিয়ে থাকবে। এজন্যই গুহাটি বেছে নিয়েছেন পরিচালক বিজয়। সেখানে যেতে পাহাড়ি পথে আধঘণ্টার মতো হাঁটতে হতো অমিতাভের। এ কারণে তার জন্য বানানো হয়েছিল একটি পালকি।

এ প্রসঙ্গে অমিতাভের ভাষ্য, ‘শেষ দিন ওই পাহাড়ি পথে হাঁটতে ও উঠতে গিয়ে শ্বাসজনিত সমস্যায় পড়েছিলাম। তবুও কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু পেরে না ওঠায় আমার জন্য একটি পালকি তৈরি করা হয়। এতে চড়ে সেটে যাওয়াটা ছিল রাজকীয়!’

ছবিটিতে ফিরাঙ্গি মাল্লা চরিত্রে অভিনয় করেছেন আমির। থাইল্যান্ডে শুটিং করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবার সেখানে পা রেখেই সৌন্দর্যে বিস্মিত হয়েছি। লুকিয়ে থাকার জন্য আদর্শ জায়গা। অনেক উঁচু গুহা এটি। এর পাশ দিয়ে বয়ে গেছে নদী। চমৎকার একটা লোকেশন।’
দিওয়ালি উপলক্ষে আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ‘থাগস অব হিন্দোস্তান’। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ‘দঙ্গল’কন্যা ফাতিমা সানা শেখ।

এ সম্পর্কিত আরও খবর