জাতির জনকের সম্মানে রফিকুল আলমের গান

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 03:34:52

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের সম্মানে নির্মিত একটি গানে কণ্ঠ দিয়েছেন স্বনামধন্য শিল্পী রফিকুল আলম। কবি আমেনা তাওসিরাতের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন অভিজিৎ জিতু। এরই মধ্যে গানের রেকর্ডিংসহ সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে।

রফিকুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে অনেক রকমের গান হয়েছে। আমি নিজেও অনেক গান করেছি। এই গানটির কথা ও সুর সম্পূর্ণ ব্যতিক্রম। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আত্মত্যাগের ধারাবাহিকতা, দেশে এখনো পাকিস্তানী হায়েনাদের উত্তরসুরীদের গোপন পদচারণা, দেশ নিয়ে ষড়যন্ত্র সবই আছে এই গানে।

কবি আমেনা তাওসিরাত বলেন- ‘আমার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সরকারি কর্মকর্তা। বঙ্গবন্ধুর সান্নিধ্য তিনি পেয়েছেন। এখনো বঙ্গবন্ধুর নাম
শুনলে আমার বাবা শিশুর মতো কাঁদেন। বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ ও ভালোবাসার তাগিদ থেকেই এই গানটি করেছি।”

‘অবাক পিতা’ শিরোনামের এই গানটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হবে।

এ সম্পর্কিত আরও খবর